Advertisement

Brain eating amoeba: মগজের কোষ খেয়ে নিচ্ছে অ্যামিবা, এপর্যন্ত ৫ মৃত্যু, আক্রান্ত ৪২, কেরলে সতর্কতা জারি

কেরলে ফের প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস কেড়ে নিল আরেকটি প্রাণ। মালাপ্পুরম জেলার ভান্দুরের বাসিন্দা ৫৬ বছর বয়সী শোভনা কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত এক মাসে রাজ্যে এই রোগে মোট ৫ জনের মৃত্যু হল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 2:10 PM IST
  • কেরলে ফের প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস কেড়ে নিল আরেকটি প্রাণ।
  • মালাপ্পুরম জেলার ভান্দুরের বাসিন্দা ৫৬ বছর বয়সী শোভনা কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কেরলে ফের প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস কেড়ে নিল আরেকটি প্রাণ। মালাপ্পুরম জেলার ভান্দুরের বাসিন্দা ৫৬ বছর বয়সী শোভনা কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত এক মাসে রাজ্যে এই রোগে মোট ৫ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শোভনার মৃত্যু হয়েছে মাত্র দু'দিন আগে সুলতান বাথেরির ৪৫ বছর বয়সী রথিশের মৃত্যুর পর। রথিশও একই সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অগাস্ট মাস জুড়েই অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসে আক্রান্ত হয়ে কেরলে তিনজনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে গত এক মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচে। বর্তমানে একই রোগের উপসর্গ নিয়ে অন্তত ১১ জন রোগী কোঝিকোড় মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংক্রমণ ঘটে দূষিত জলে থাকা মুক্তজীবী অ্যামিবার কারণে। সাধারণত পুকুর বা জলাশয়ে সাঁতার কাটা কিংবা স্নানের সময় নাক দিয়ে জল প্রবেশ করলে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এই রোগ। রোগটি বিরল হলেও একবার আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি।

এ বছর কেরলে এখন পর্যন্ত মোট ৪২টি আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে স্বাস্থ্য দফতর ডাক্তারদের জন্য বিশেষ চিকিৎসা নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে দূষিত জলাশয়ে সাঁতার বা স্নান এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের বার্তা, যত তাড়াতাড়ি সম্ভব সংক্রমণ শনাক্ত করে চিকিৎসা শুরু করাই একমাত্র উপায়। সচেতনতা ও সতর্কতাই এখন কেরলের কাছে সবচেয়ে বড় ভরসা।

 

Read more!
Advertisement
Advertisement