Advertisement

Brij Bhusan Singh-Yogi meeting: 'জীবনে ওঠাপড়া থাকেই,' যোগীর সঙ্গে মিটিং সেই ব্রিজভূষণের, 'সুখ-দুঃখের' কথাও বলেছেন

৩১ মাস পর যোগী-ব্রিজভূষণ সাক্ষাৎ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। বৈঠকে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে জানিয়েছেন ব্রিজভূষণ। ৩১ মাস পর তাঁদের দেখা হয় বলে জানান তিনি। তবে এটি রাজনৈতিক সাক্ষাৎ নয় এও বলেন। কেবল তাঁর অভিযোগ এবং দুঃখ ভাগ করতেই আসেন বলে দাবি করেন। 

৩১ মাস পর যোগীর সঙ্গে কথা ব্রিজভূষণের৩১ মাস পর যোগীর সঙ্গে কথা ব্রিজভূষণের
Aajtak Bangla
  • গোন্ডা,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 4:12 PM IST

৩১ মাস পর যোগী-ব্রিজভূষণ সাক্ষাৎ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। বৈঠকে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে জানিয়েছেন ব্রিজভূষণ। ৩১ মাস পর তাঁদের দেখা হয় বলে জানান তিনি। তবে এটি রাজনৈতিক সাক্ষাৎ নয় এও বলেন। কেবল তাঁর অভিযোগ এবং দুঃখ ভাগ করতেই আসেন বলে দাবি করেন। 

'আজ তক'-কে ব্রিজভূষণ শরণ সিং বলেন, "জীবনে উত্থান-পতন থাকে। আমি প্রায় ৩১ মাস পর যোগীজির সঙ্গে দেখা করেছি। ২০২৩ সালের জানুয়ারিতে আমার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিনি। যখন আমাকে অভিযুক্ত করা হয়েছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই লড়াই আমার এবং আমি এটি লড়ব।" 

এও বলেন, "২০২৩ সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তারপর থেকে আমি দূরে সরে গেছি। আমি বলেছিলাম তিনি ডাকলেই আমি যাব। এবার দেখা হওয়ার পর পরিবারের দুই সদস্য তাদের অভিযোগ এবং দুঃখ ভাগ করে নিয়েছেন; এতে রাজনৈতিক কিছু নেই।

উল্লেখ্য, ব্রিজভূষণ এবং যোগীর মধ্যে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও রাজনৈতিক মহলে এটিকে একটি বড় রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, এই বৈঠকে দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে কথা বলা বন্ধ ছিল, তা আবার শুরু হয়। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দু'জনকে আরও কাছে আনার প্রচেষ্টা করা হয়েছে। যাতে ২০২৭ সালের নির্বাচনে দলের ঐক্যের বার্তা চলে।

প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল দিল্লি৷ আন্দোলনের জেরে মার খেতে হয়েছিল দেশের জন্য পদকজয়ী কুস্তিগীরদের৷ সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এই ব্রিজভূষণের বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন কুস্তিগীরেরা৷ দীর্ঘ সময় ধরে দিল্লি যন্তরমন্তরে চলেছিল আন্দোলন৷ মাস দুয়েক আগে যৌন নির্যাতনের পকসো মামলা থেকে অব্যাহতি পান বিজেপি নেতা ব্রিজভূষণ। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তাঁকে POCSO মামলা থেকে মুক্তি দেওয়া হয়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement