সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে তপ্ত বাংলাদেশ। অশান্তির ঘটনা রুখতে সে দেশে কার্ফু জারি করা হয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। চলছে না ট্রেন। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৫। এই পরিস্থিতিতে ওপার বাংলায় আটকে বহু ভারতীয়। তাঁদের মধ্যে অনেকেই পড়ুয়া। বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরাতে ত্রাতার ভূমিকায় বিএসএফ।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় ব্রাহ্মণবেড়িয়া মেডিক্যাল কলেজের ৩৬ জন পড়ুয়াকে দেশে ফেরাল বিএসএফ। জানা গিয়েছে, শনিবার ভোরে ওই মেডিক্যাল কলেজের এক পড়ুয়ার বাবার ফোন পান ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফের আইজি পুরুষোত্তম পটেল। বাংলাদেশে ভারতীয় পড়ুয়াদের সমস্যার কথা জানানো হয়। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা না থাকায় পড়ুয়াদের নিয়ে যে তাঁদের অভিভাবকরা উদ্বিগ্ন, সে কথা জানানো হয় আইজিকে।
এরপরেই বিএসএফের আইজি কুমিল্লার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় ওই পড়ুয়াদের নিরাপদে ঘরে ফেরানো হয়। তাঁদের খাবারও দেওয়া হয়।
বাংলাদেশের ঘটনা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, বাংলাদেশে বসবাসকারী ১৫ হাজার ভারতীয় নিরাপদে রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮ হাজার ৫০০ জন পড়ুয়া। গোটা পরিস্থিতির দিকে বিদেশ মন্ত্রক সর্বদা নজর রাখছে বলে জানিয়েছেন তিনি। শনিবার বাংলাদেশ থেকে ৯৭৮ জন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়েছে।
অশান্তির আবহে সে দেশে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে শুক্রবার ঢাকার রামপুরা-বাড্ডা এলাকায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক দিনে সংঘর্ষের ঘটনায় জখমের সংখ্যা অনেক। বৃহস্পতিবারের মতো শুক্রবারও বাংলাদেশে আন্দোলনরত পড়ুয়াদের ডাকে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলেছে। অশান্তির ঘটনা রুখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকাতেই মোতায়েন করা হয়েছে ৭৫ প্লাটুন সদস্য। শুক্রবারও ঢাকা-সহ সে দেশের বিভিন্ন শহরে দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। হেলিকপ্টারে টহলদারি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র-যুবদের আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। ওপার বাংলার বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা চালানো হয়েছে। যার জেরে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিঘ্নিত মোবাইল ইন্টারনেট পরিষেবাও।