Advertisement

BSF on Bangladesh Border: ভারতের ভূখণ্ড দখল নিয়েছে বাংলাদেশ? একেবারে ধুয়ে দিল BSF

ভারত-বাংলাদেশ সম্পর্কে শৈত্যের মধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনার ছবির প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এই আবহে খবর ছড়ায় যে, ভারতীয় ভূখণ্ডের ৫ কিমি এলাকা না কি দখল করেছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি। এই নিয়ে এবার মুখ খুলল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই ধরনের খবর ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে সরব হয়েছে বিএসএফ। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 9:20 AM IST
  • সীমান্ত এলাকায় উত্তেজনার ছবির প্রকাশ্যে এসেছে মঙ্গলবার।
  • ভারতীয় ভূখণ্ডের ৫ কিমি এলাকা না কি দখল করেছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি।
  • এই নিয়ে এবার মুখ খুলল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

ভারত-বাংলাদেশ সম্পর্কে শৈত্যের মধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনার ছবির প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এই আবহে খবর ছড়ায় যে, ভারতীয় ভূখণ্ডের ৫ কিমি এলাকা না কি দখল করেছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি। বাংলাদেশ সংবাদমাধ্যমের একাংশের এহেন প্রতিবেদন নিয়ে এবার মুখ খুলল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই ধরনের খবর ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে সরব হয়েছে বিএসএফ। 

এই প্রসঙ্গে এক বিবৃতিতে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে যে, ' ১ ইঞ্চি ভারতীয় ভূখণ্ডও দখল করা হয়নি না হবে। বিএসএফ এবং বিজিবি শান্তিপূর্ণ ভাবে নিজেদের এলাকায় রয়েছে।' ১৯ ডিসেম্বর থেকে মোটর বোটে করে ২৪ ঘণ্টা টহলদারি করছে বিজিবি, এমন ঘটনার কথাও উড়িয়ে দিয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, 'এই ধরনের খবর মনগড়া ছাড়া কিছুই নয়। আন্তর্জাতিক সীমান্ত মেনেই দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী নিজেদের কাজ করছে।'

বাংলাদেশ সীমান্তে যে সব এলাকায় কাঁটাতার নেই, সেখানে পাচার ও অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। ওই সব এলাকায় কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কাঁটাতারের বেড়া দেওয়া ঘিরে মঙ্গলবার উত্তজেনা ছড়ায় মালদার বাংলাদেশ সীমান্তে। জানা যায়, কালিয়াচক ৩ ব্লকের সুকদেবপুর সীমান্তে জিরো পয়েন্ট থেকে প্রায় ৮০ গজ দূরে মরাগঙ্গা নদীর তীরে কাঁটাতারের বেড়া দিতে গিয়েছিল বিএসএফ। অভিযোগ, বিজিবি তাতে বাধা দেয়। বাংলাদেশের অনেকে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। যার ফলে উত্তেজনা তৈরি হয়। শেষমেশ, কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখতে হয়। ফ্ল্যাগ মিটিং করে সমস্যা মেটানো হবে বলে জানানো হয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement