কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বড় ঘোষণা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কেন্দ্রের MSME ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি থেকে ১০ কোটি টাকা করা হল। আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে। অর্থমন্ত্রী জানান, MSME-তে বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে ২.৫ এবং ২ গুণ বৃদ্ধি করা হয়েছে। মেক ইন ইন্ডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎপাদন মিশন নীতি সহায়তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করবে।
অর্থমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। কিষাণ ক্রেডিট কার্ড ৭.০৭ লক্ষ কৃষককে ঋণ সুবিধা দিয়েছে। তিনি বলেন, "আমাদের রপ্তানির ৪৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে হয়। আমাদের এমএসএমইতে ক্রেডিট অ্যাক্সেস বাড়াতে হবে। মাইক্রো এন্টারপ্রাইজের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ডের সীমা হবে ৫ লক্ষ টাকা।"
অর্থমন্ত্রী আরও বলেন, "আমরা চাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিকাশ হোক। এক কোটিরও বেশি এতে রেজিস্টার রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান। এটি ভারতকে উত্পাদন প্রধান করে তুলেছে। যাতে তারা বেশি টাকা পেতে পারেন, তাই আড়াই গুণ বাড়ানো হচ্ছে। এতে তরুণদের কর্মসংস্থান হবে। আমরা মাইক্রো এবং ছোট উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করব।"
কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ ডালে 'আত্মনির্ভরতা' অর্জনের জন্য ছয় বছরের মিশন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।