Advertisement

Budget 2025: আজ সংসদে বাজেট অধিবেশনের সূচনা, অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট দেবেন অর্থমন্ত্রী

শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। শুক্রবার, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন। দুপুর দেড়টায় এনডিএ-র সমস্ত সাংসদরা সংসদ ভবনের অভ্যন্তরে জিএমসি বালযোগী অডিটোরিয়ামে বৈঠক করবেন। যেখানে বিজেপি জোটের সব লোকসভা ও রাজ্যসভার সদস্যরা অন্তর্ভুক্ত হবেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনঅর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jan 2025,
  • अपडेटेड 7:47 AM IST

শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। শুক্রবার, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন। দুপুর দেড়টায় এনডিএ-র সমস্ত সাংসদরা সংসদ ভবনের অভ্যন্তরে জিএমসি বালযোগী অডিটোরিয়ামে বৈঠক করবেন। যেখানে বিজেপি জোটের সব লোকসভা ও রাজ্যসভার সদস্যরা অন্তর্ভুক্ত হবেন। শনিবার ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আজ সকাল ১১টায় অধিবেশনের সূচনা হবে। 

বাজেটের আগে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। গত এক বছরে দেশের অর্থনীতি কী অবস্থা ছিল, সেই রিপোর্ট তুলে ধরবেন। 

গত আর্থিক বছরে দেশের অর্থনৈতিক হাল কেমন ছিল, জিডিপি বৃদ্ধির হার কেমন হতে পারে, তা এই রিপোর্ট থেকে খানিকটা আন্দাজ পাওয়া যাবে। শুক্রবার উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে, অর্থমন্ত্রী লোকসভা এবং রাজ্যসভায় পৃথক অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করবেন। শনিবার (১ ফেব্রুয়ারি) টানা অষ্টমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

সংসদ অধিবেশনের প্রাক্কালে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সংবাদ সংস্থার মতে, সর্বদলীয় বৈঠকের সময়, বিরোধী দলগুলি সরকারকে সংসদীয় কমিটিগুলির রাজনীতিকরণ এবং সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে তার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার অভিযোগ করেছে। সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে, প্রমোদ তিওয়ারি কুম্ভের রাজনীতিকরণেরও সমালোচনা করেন এবং বলেন, এই অনুষ্ঠান চলাকালীন ভিআইপিদের চলাচল সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছে।

কংগ্রেস নেতা বলেছিলেন যে ধর্মীয় সমাবেশটি ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত ভিআইপিদের সমাবেশে পরিণত হওয়ার বিষয়টি কংগ্রেস তুলবে। এছাড়া, অধিবেশনে ক্রমবর্ধমান বেকারত্ব এবং কৃষকদের দুর্দশার বিষয়গুলিও তোলা হবে। ইন্ডিয়া জোট সমস্ত বিষয় একসঙ্গে তুলে ধরবে।

Read more!
Advertisement
Advertisement