Advertisement

Budget Ajatak 2023: 'আমরা রাজনীতি করি, সন্ন্যাসী নই, সব নেতাই পরের ভোট নিয়ে ভাবেন,' বললেন গড়করি

Budget Ajatak 2023: বাজেট আজতক (Budget Ajatak 2023) এর কলক্লেভ শুরু হয়ে গিয়েছে। প্রথমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। এখানে বৈদ্যুতিক গাড়ি, এক্সপ্রেস-ওয়ে থেকে শুরু করে বিভাগের বাজেট নিয়েও আলোচনা করেছেন তিনি।

কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 3:38 PM IST
  • বাজেট আজতক (Budget Ajatak 2023) এর কলক্লেভ শুরু হয়ে গিয়েছে।
  • প্রথমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
  • এখানে বৈদ্যুতিক গাড়ি, এক্সপ্রেস-ওয়ে থেকে শুরু করে বিভাগের বাজেট নিয়েও আলোচনা করেছেন তিনি।

Budget Ajatak 2023: বাজেট আজতক (Budget Ajatak 2023) এর কলক্লেভ শুরু হয়ে গিয়েছে। প্রথমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তিনি বাজেট আজ তক-এর প্ল্যাটফর্মে বৈদ্যুতিক গাড়ি, এক্সপ্রেস-ওয়ে থেকে শুরু করে বিভাগের বাজেট নিয়েও আলোচনা করেছেন। এর সঙ্গে, গডকরি ২০২৪ সালের নির্বাচনী মহাসড়কের পরিকল্পনা সম্পর্কেও বলেন তিনি।

২০২৪ সালের নির্বাচনের আগে বিনামূল্যে খাদ্যশস্য, কর ছাড়, বিভিন্ন বরাদ্দের প্রশ্নে গডকরি বলেছিলেন যে প্রতিটি নেতা নির্বাচনের কথা মাথায় রাখেন। আমরা রাজনীতি করি। আমরা সন্ন্যাসী নই। পূজা করতে আসেননি। আমরা নির্বাচনে জিতে এই জায়গায় এসেছি। ভালো কাজ করলে আমরা পরেও জিতব। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই আবার বেছে নেবে। প্রতিটি দলই এমন করে থাকে। এজন্য আমরা কাজ করি। কারণ, আমরা নির্বাচন জিতে এসেছি। দক্ষিণের রাজ্যগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়। যদিও এতে কত ক্ষতি, তা দেখা হয় না।

আরও পড়ুন

এ বছর ৯টি রাজ্যে নির্বাচন হচ্ছে। বিরোধীরা বলছেন, নির্বাচন এলেই প্রকল্প শুরু হয়। এ নিয়ে গড়করি বলেন, এমন রাজ্য যেখানে রাস্তা তৈরি হচ্ছে না। পাঞ্জাব থেকে সব জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। প্রতিটি রাজ্যে রাস্তা তৈরি হচ্ছে। একটি রাস্তার নাম বলুন, যেখানে রাস্তা তৈরি হচ্ছে না। দিল্লি-চণ্ডীগড় রুটে তৈরি হচ্ছে ফ্লাইওভার।

'আমি প্রতিশ্রুতি দিই না, লক্ষ্য নির্ধারণ করি'
এবারের নির্বাচনের লক্ষ্য ও প্রতিশ্রুতি কী, এমন প্রশ্নের নীতিন গড়করি বলেন, আমি নির্বাচন অনুযায়ী ভাবি না এবং বলিও না। আমি কাজ করতে থাকি এবং এটাই করা উচিত। এটা আমাদের বিশ্বাস। তাই আমি বলতে চাই, এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা একটা টার্গেট। আমার লক্ষ্য হল ২০২৪ সালের শেষের আগে ভারতের রাস্তার পরিকাঠামো আমেরিকার মানের সমতুল্য হবে, বিহার-উত্তরপ্রদেশ থেকে মেঘালয়-ত্রিপুরা সর্বত্র।

Advertisement

বৈদ্যুতিক গাড়ি-তেলের গাড়ির দাম এক হয়ে যাবে
গড়করি বলেন, আজ গাড়ির সংখ্যা বাড়ছে। প্রতিটি বাড়িতে ৩ জন এবং পাঁচটি গাড়ি রয়েছে। বৈদ্যুতিক গাড়ি পঞ্চাশ লাখ টাকা। গতিতে বাড়ছে। ইলেকট্রিক ট্রাক্টরও আসছে। আগামী ২ বছরে পেট্রোল-ডিজেলের গাড়ি আর বৈদ্যুতিক গাড়ির দাম সমান হয়ে যাবে।

Read more!
Advertisement
Advertisement