Advertisement

Bulldozers At Kolkata BJP Leader's House: বিজেপি নেতার বাড়িতে বুলডোজার, পুরসভায় হাতাহাতি দুই দলের কাউন্সিলরদের

পুরসভায় তুমুল ধুন্ধুমারে চাঞ্চল্য তৈরি হল শনিবার। বিজেপির অভিযোগ, পুরসভা শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। প্রতিবাদে শনিবার পুরসভায় বিক্ষোভ দেখাতে জড় হয়েছিলেন বিজেপির কাউন্সিলরেরা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। বিক্ষোভের পর তাঁরা কলকাতা পুরসভার ভেতরেই সাংবাদিক বৈঠক শুরু করেন। সেখানেই নাকি হাজির হন তৃণমূল কাউন্সিলররা। এরপরই শুরু হয় বচসা থেকে হাতাহাতি।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2023,
  • अपडेटेड 4:15 PM IST
  • পুরসভায় তুমুল ধুন্ধুমারে চাঞ্চল্য তৈরি হল শনিবার।
  • বিজেপির অভিযোগ, পুরসভা শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে।

পুরসভায় তুমুল ধুন্ধুমারে চাঞ্চল্য তৈরি হল শনিবার। বিজেপির অভিযোগ, পুরসভা শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। প্রতিবাদে শনিবার পুরসভায় বিক্ষোভ দেখাতে জড় হয়েছিলেন বিজেপির কাউন্সিলরেরা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। বিক্ষোভের পর তাঁরা কলকাতা পুরসভার ভেতরেই সাংবাদিক বৈঠক শুরু করেন। সেখানেই নাকি হাজির হন তৃণমূল কাউন্সিলররা। এরপরই শুরু হয় বচসা থেকে হাতাহাতি।

বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও তাঁদেরকে ধাক্কাধাক্কি করেন বলে তৃণমূলের অভিযোগ। পাল্টা হিসেবে বিজেপির তরফে পরিস্থিতির জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করা হয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, “তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন সুনীল সিং। সেকারণেই ওর দোকানও বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার তারই প্রতিবাদ করতে এসেছিলাম।” 

যদিও বিজেপির আনা রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুরসভার জায়গা দখল করে তোলা নির্মাণ ভাঙা হয়েছে। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement