Advertisement

Burqa clad woman: বোরখা পরা মহিলাকে পিছন থেকে জাপটে ধরে... CCTV-তে ধরা পড়ল সব

উত্তরপ্রদেশের মোরাদাবাদে দিনের বেলা রাস্তায় প্রকাশ্যে এক বোরখা পরা মহিলাকে হেনস্থা করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার মোরাদাবাদের গোল কুঠিওয়ালি এলাকায় এবং পুরো ঘটনাটি কাছাকাছি লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ অভিযানে নেমেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলা একা হেঁটে যাচ্ছেন, ঠিক তখনই লোকটি পিছন থেকে এসে হঠাৎ তাঁকে জাপটে ধরে।-ফাইল ছবিসিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলা একা হেঁটে যাচ্ছেন, ঠিক তখনই লোকটি পিছন থেকে এসে হঠাৎ তাঁকে জাপটে ধরে।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 11:14 AM IST
  • উত্তরপ্রদেশের মোরাদাবাদে দিনের বেলা রাস্তায় প্রকাশ্যে এক বোরখা পরা মহিলাকে হেনস্থা করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
  • ঘটনাটি ঘটেছে সোমবার মোরাদাবাদের গোল কুঠিওয়ালি এলাকায় এবং পুরো ঘটনাটি কাছাকাছি লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে দিনের বেলা রাস্তায় প্রকাশ্যে এক বোরখা পরা মহিলাকে হেনস্থা করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার মোরাদাবাদের গোল কুঠিওয়ালি এলাকায় এবং পুরো ঘটনাটি কাছাকাছি লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ অভিযানে নেমেছে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, এক তরুণী বোরখা পরে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পিছন থেকে এক যুবক ধীরে ধীরে এগিয়ে এসে আচমকাই পেছন থেকে জাপ্টে ধরেন মহিলাকে। তাঁর শরীরে অশ্লীলভাবে হাত দেয় সে। বিস্মিত ও আতঙ্কিত মহিলা আপ্রাণ চেষ্টা করেন নিজেকে মুক্ত করার, শেষ পর্যন্ত যুবকটি দৌড়ে পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের পরিচয় জানতে পারে। তাকে আদিল সইফি বলে শনাক্ত করা হয়েছে। মোরাদাবাদ পুলিশের নাগফানি থানার অন্তর্গত এই ঘটনার পরই থানার পরিদর্শক জানান, 'আমরা সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছি এবং মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।'

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, নাগফানি থানার ইনচার্জকে দ্রুত তদন্ত শেষ করে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মোরাদাবাদ পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এও পোস্ট করে জানায়, মহিলার নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই উত্তরপ্রদেশ সরকারের নারীর নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতির প্রশ্ন তুলেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

 

Read more!
Advertisement
Advertisement