Advertisement

SIR মিটতে না মিটতেই শুরু হচ্ছে জনগণনা, বিরাট বাজেট মঞ্জুর কেন্দ্রের

২০২৭ সালেই শুরু হতে চলেছে জনগণনা। এই প্রথম দেশে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা। শুক্রবার এই কাজের জন্য ১১ হাজার ৭১৮ কোটি টাকার বাজেট মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

জনগণনার কাজজনগণনার কাজ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 8:06 PM IST
  • এই প্রথম দেশে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা।
  • ১১ হাজার ৭১৮ কোটি টাকার বাজেট মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • নিযুক্ত করা হচ্ছে ৩০ লক্ষ কর্মচারীকে।

দেশের জনগণনা নিয়ে বড় খবর। ২০২৭ সালেই শুরু হতে চলেছে জনগণনা। এই প্রথম দেশে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা। শুক্রবার এই কাজের জন্য ১১ হাজার ৭১৮ কোটি টাকার বাজেট মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানানো হয়েছে, এর জন্য নিযুক্ত করা হচ্ছে ৩০ লক্ষ কর্মচারীকে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্তটি জনগণনা সংক্রান্ত। এর জন্য ১১,৭১৮ কোটি টাকার বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে।"

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে দেশব্যাপী একটি জনগণনা করা হবে। এই জনগণনার কার্যকলাপ দুটি ধাপে করা হবে।  প্রথম ধাপে বাড়ির তালিকা ও আবাসন গণনার কাজ চলবে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। দ্বিতীয় ধাপে শুরু হবে জনসংখ্যার গণনা। যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে।  তবে বরফাবৃত এলাকায় এই জনগণনা শুরু হবে ২০২৬-এর সেপ্টেম্বর থেকেই। অর্থাৎ লাদাখ-সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় আগামী সেপ্টেম্বরেই এই কাজ শুরু হবে। তিনি বলেন, তথ্য সুরক্ষার কথা মাথায় রেখেই জনগণনার ডিজিটাল নকশা প্রস্তুত করা হচ্ছে। 

জানা গিয়েছে, এবারের গণনা দুটি দিক থেকে বিশেষ হতে চলেছে ৷ এই প্রথম জনগণনার সঙ্গে জাতিভিত্তিক জনগণনাও হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য় সংগ্রহের কাজ হবে ৷ সেই সমস্ত তথ্য়ের উপর নজরদারি হবে সেন্ট্রাল সার্ভারের সাহায্যে ৷ তথ্য় সংগ্রহের কাজে যুক্ত কর্মীদের কথা মাথায় তথ্য় সংগ্রহের জন্য সরল প্রক্রিয়ার সহায্য নেওয়া হচ্ছে ৷ যাতে কী কী প্রশ্ন করতে হবে তা বুঝতে তাঁদের কোনও সমস্যা না হয় ৷

মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য পদক্ষেপ

এদিন মন্ত্রিসভার বৈঠকে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।  নারকেল চাষিদের সহায়তার জন্য কোপরার MSP বাড়িয়ে দিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভারত সারা বিশ্বের কোপরা উৎপাদনে ৩০ শতাংশ অবদান রাখে। দেশের মধ্যে সেরা কোপরা উৎপাদক রাজ্যগুলি হল তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। ২০২৬ সালের জন্য মিলিং কোপরার ন্যূনতম সহায়ক মূল্য রাখা হয়েছে কুইন্টল প্রতি ১২,০২৭ টন। অন্যদিকে, বল কোপরার MSP রাখা হয়েছে ১২,৫০০ টাকা। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement