Advertisement

মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ থেকে বেড়ে হচ্ছে ২১, ক্যাবিনেটে অনুমোদন

আইন অনুযায়ী বর্তমানে দেশে পুরুষদের বিয়ের নূন্যতম বয়স ২১ এবং মহিলাদের নূন্যতম বয়স ১৮। এবার সরকার বাল্যবিবাহ নিষেধ আইন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ও হিন্দু ম্যারেজ অ্যাক্টে সংশোধন করবে। নীতি আয়োগের জয়া জেটলির নেতৃত্বাধীন টাস্কফোর্স এটির সুপারিশ করেছে বলে জানা গিয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Dec 2021,
  • अपडेटेड 11:04 AM IST
  • মেয়েদের বিয়ের নূন্যতম বয়স বাড়ছে
  • বিয়ের বয়স বেড়ে হবে ২১
  • প্রস্তাব পাশ ক্যাবিনেটে

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবে অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট। এর জন্য আইনেও সংশোধন করবে সরকার। ২০২০ সালের ১৫ অগাস্ট লালকেল্লায় নিজের ভাষণে এই বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি বলেন, কন্যাসন্তানদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে তাঁদের বিয়ে সঠিক সময়ে দিতে হবে।

আইন অনুযায়ী বর্তমানে দেশে পুরুষদের বিয়ের নূন্যতম বয়স ২১ এবং মহিলাদের নূন্যতম বয়স ১৮। এবার সরকার বাল্যবিবাহ নিষেধ আইন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ও হিন্দু ম্যারেজ অ্যাক্টে সংশোধন করবে। নীতি আয়োগের জয়া জেটলির নেতৃত্বাধীন টাস্কফোর্স এটির সুপারিশ করেছে বলে জানা গিয়েছে। 

নীতি আয়োগের সদস্য চিকিৎসক বিকে পালও এই টাস্ক ফোর্সের সদস্য। এছাড়াও টাস্কফোর্সের সদস্যদের মধ্যে রয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, নারী ও শিশু উন্নয়ন, উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা ও সাক্ষরতা মিশন এবং বিচার ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। 

প্রসঙ্গত, গত বছর জুন মাসে গঠন করা হয়েছিল এই টাস্কফোর্সটি। ডিসেম্বর মাসেই রিপোর্ট পেশ করে টাস্কফোর্স। রিপোর্টে টাস্কফোর্স জানা, প্রথম সন্তানের জন্ম দেওয়ার সময় মহিলাদের বয়স কমপক্ষে ২১ হওয়া উচিত। বিয়েতে দেরি হলে পরিবার, মহিলা, শিশু, সমাজের অর্থব্যবস্থা, স্বাস্থ্যে একটি ইতিবাচক প্রভাব পড়ে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement