Advertisement

মাতাল হয়ে ককপিটে Air India-র পাইলট, তারপর?

পাইলট নাকি মদ্যপ। আর সেই কারণেই কানাডার এয়ারপোর্ট কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার এক বিমানচালককে নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় সেই পাইলটকে। যার ফলে ভ্যাঙ্কুবার থেকে দিল্লির বিমান ছাড়তে দেরি হয়। এই ঘটনাটি ঘটেছে ডিসেম্বর ২৩, ২০২৫-এর flight AI186-এ বলে জানা গিয়েছে।

Air India-এর মদ্যপ পাইলটAir India-এর মদ্যপ পাইলট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 11:06 AM IST
  • কানাডার এয়ারপোর্ট কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার এক বিমানচালককে নিয়ে উদ্বেগ প্রকাশ করে
  • এমন পরিস্থিতিতে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় সেই পাইলটকে
  • ভ্যাঙ্কুবার থেকে দিল্লির বিমান ছাড়তে দেরি হয়

পাইলট নাকি মদ্যপ। আর সেই কারণেই কানাডার এয়ারপোর্ট কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার এক বিমানচালককে নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় সেই পাইলটকে। যার ফলে ভ্যাঙ্কুবার থেকে দিল্লির বিমান ছাড়তে দেরি হয়। এই ঘটনাটি ঘটেছে ডিসেম্বর ২৩, ২০২৫-এর flight AI186-এ বলে জানা গিয়েছে।

কী জানা যায়?

যতদূর খবর, এয়ারপোর্টের কর্মীরা ওই পাইলটের মুখ থেকে মদের গন্ধ পান। শুধু তাই নয়, ওই পাইলটকে মদ কিনতে বা ওয়াইনে চুমুক দিতেও দেখা যায়। তখন তারা দ্রুত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে বিষয়টা সম্পর্কে জানান হয়।

সূত্রের খবর, এই পাইলটের নাম সৌরভ কুমার। তাঁর মুখ থেকেই মদের গন্ধ পাওয়া গিয়েছে। খবর পাওয়ার পরই তাঁকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে।

ঘটনার সত্যতা মেনে নিয়েছে এয়ার ইন্ডিয়া

এই ঘটনার সত্যতা ইতিমধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে জানান হয়, ২৩ ডিসেম্বর ২০২৫ ভ্যাঙ্কুবার থেকে দিল্লিগামী flight AI186 ফ্লাইটের যাত্রায় দেরি হয়। কারণ, একজন ককপিট ক্রু মেম্বারকে যাত্রা শুরুর আগেই নামিয়ে দেওয়া হয়। ওই পাইলটের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই কারণেই ওই পাইলটকে নামিয়ে দেওয়া হয়।

এরপরই সেই ক্রু মেম্বারকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানান হয়, 'সেফটি প্রোটোকল মেনে অন্য একটি পাইলট বিমান চালান। যার ফলে দেরি হয়।'

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে যে যাত্রীদের দেরি হওয়ায় খুবই দুঃখিত। যাত্রীরা যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দারুণ সহযোগিতা করেছেন। তাই কোনও সমস্যা হয়নি।

ওদিকে এই তদন্ত চলাকালীন ওই পাইলটকে ডিউটি থেকে দূরে রাখা হবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার মুখপাত্র বলেন, 'এই বিষয়ে তদন্ত চলছে। আইন ভাঙার কোনও নিশ্চিত খবর পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোম্পানির আইন মেনে।' পাশাপাশি তিনি এটাও জানিয়ে রাখেন যে যাত্রীদের সুরক্ষাই এয়ার ইন্ডিয়ার কাছে প্রধান বিষয়। এক্ষেত্রে তারা কোনও আপোস করবে না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement