মদের বোতলের গায়ে ক্যান্সারের সতর্কীকরণ লেবেল উল্লেখ বাধ্যতামূলক করার দাবিতে বম্বে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। মামলাকারীর দাবি, তামাকজাত দ্রব্যের মতো মদের বোতলের লেবেলেও ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সুস্পষ্ট সতর্কতা থাকা উচিত। এই বিষয়ে কেন্দ্র, রাজ্য এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নোটিশ ও মামলার প্রেক্ষাপট
পুনের সমাজকর্মী যশ চিলওয়ার এই জনস্বার্থ মামলা দায়ের করেন। তার পিটিশনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অ্যালকোহলকে ক্লাস ১ কার্সিনোজেন হিসেবে ঘোষণা করেছে, যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। কিন্তু সাধারণ মানুষের কাছে এই তথ্য পর্যাপ্তভাবে পৌঁছানো হয়নি।
চিলওয়ারের দাবি, তামাকজাত পণ্যের মতো মদের বোতলেও স্পষ্ট সতর্কীকরণ লেবেল থাকা উচিত, যাতে ভোক্তারা মদের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হতে পারেন। পিটিশনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল সম্প্রতি জানিয়েছেন যে অ্যালকোহল স্তন, কোলোরেক্টাল, মুখ, খাদ্যনালী, লিভার, গলা ও স্বরযন্ত্রের ক্যান্সার সহ অন্তত সাত ধরনের ক্যান্সারের কারণ হতে পারে।
আইন প্রণয়ন ও আন্তর্জাতিক উদাহরণ
পিটিশনে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উপযুক্ত আইন প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মামলাকারী চিলওয়ার সরকারের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিয়ম চালু করারও অনুরোধ জানিয়েছেন।
উন্নত দেশগুলির উদাহরণ তুলে ধরে তিনি জানিয়েছেন, আয়ারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যেই মদের বোতলে ক্যান্সার সতর্কীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ভারতে এই ব্যবস্থা চালু হলে মদ্যপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষ আরও সচেতন হবে এবং অতিরিক্ত মদ্যপান রোধ করা সম্ভব হবে।