Advertisement

Smile Please... চাঁদ থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল প্রজ্ঞান রোভার

চাঁদের দক্ষিণ মেরু থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল রোভার প্রজ্ঞান। টুইটে সেই ছবি শেয়ার করেছে ISRO। ইসরোর টুইটের ক্যাপশনটিও বেশ মজাদার- 'স্মাইল প্লিজ'। ইসরো জানিয়েছে বুধবার সকালে প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের এই ছবি তুলেছে। ছবিটি রোভারের অনবোর্ড নেভিগেশন ক্যামেরা (NavCam) থেকে তোলা।

বিক্রম ল্য়ান্ডার
Aajtak Bangla
  • শ্রীহরিকোটা,
  • 30 Aug 2023,
  • अपडेटेड 3:18 PM IST
  • চাঁদের দক্ষিণ মেরু থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল রোভার প্রজ্ঞান।
  • টুইটে সেই ছবি শেয়ার করেছে ISRO। ইসরোর টুইটের ক্যাপশনটিও বেশ মজাদার- 'স্মাইল প্লিজ'।
  • ইসরো জানিয়েছে বুধবার সকালে প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের এই ছবি তুলেছে।

চাঁদের দক্ষিণ মেরু থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল রোভার প্রজ্ঞান। টুইটে সেই ছবি শেয়ার করেছে ISRO। ইসরোর টুইটের ক্যাপশনটিও বেশ মজাদার- 'স্মাইল প্লিজ'। ইসরো জানিয়েছে বুধবার সকালে প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের এই ছবি তুলেছে। ছবিটি রোভারের অনবোর্ড নেভিগেশন ক্যামেরা (NavCam) থেকে তোলা।

চন্দ্রযান-৩ মিশনের জন্য ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) এই Navcam তৈরি করেছে। মোট দু'টি ন্যাভিক্যাম প্রজ্ঞান রোভারের একপাশে বসানো আছে। রোভারের মোট ওজন ২৬ কেজি। এটি তিন ফুট লম্বা, ২.৫ ফুট চওড়া এবং ২.৮ ফুট উঁচু। ছয় চাকায় চলে।

চন্দ্রপৃষ্ঠে ৫০০ মিটার অর্থাৎ, ১৬০০ ফুট পর্যন্ত যেতে পারবে এই রোভার। গতি প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার। এটি চন্দ্র পৃষ্ঠের উপর আগামী ১৩ দিন কাজ করতে থাকবে। এতে বসানো সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি দ্বারা এটি চালিত হবে। তাই আগামী ১৩ দিন চাঁদে থাকা সূর্যের আলোকে কাজে লাগিয়ে এটি চলবে। ততক্ষণ পর্যন্ত এটি তার ক্যামেরার সাহায্যে চন্দ্র পৃষ্ঠ এবং বিক্রম ল্যান্ডারের ছবি তুলতে থাকবে।

চাঁদে ১৪ দিন সূর্যালোক। এদিকে পরবর্তী ১৪ দিন রাতের অন্ধকার। চন্দ্রযান যদি এমন সময়ে চাঁদে অবতরণ করত, যখন রাত থাকবে, সেক্ষেত্রে এটি কাজ করত না। সমস্ত কিছু গণনা করার পরেই, ISRO ২৩ অগাস্ট অবতরণের টার্গেট স্থির করেছিল। ২২শে অগাস্ট রাত শেষ হয়েছে। ২৩ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে, দক্ষিণ মেরুতে সূর্যালোক থাকছে। এর মাধ্যমে চন্দ্রযানের রোভার চার্জ হবে।

ISRO-এর প্রাক্তন ডিরেক্টর প্রমোদ কাল জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রা মাইনাস ২৩০ ডিগ্রি পর্যন্ত নেমে আসে। এত তীব্র ঠাণ্ডায় দক্ষিণ মেরুতে চন্দ্রযান চালানো সম্ভব নয়। এই কারণেই এই মিশনটি আপাতত ১৪ দিন ধরে চলবে। দক্ষিণ মেরুতে আলো ও উত্তাপ বজায় থাকবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement