Advertisement

আবাসিক শংসাপত্র চেয়ে আবেদন ক্যাট কুমারের, বাবার নাম ক্যাটি বস; হইচই বিহারে

এবার ক্যাট কুমার। বিহারে আবাসিক শংসাপত্র পাওয়ার জন্য এই নামেই জমা পড়ল আবেদন। সেই আবেদনপত্রে উল্লেখ, যিনি শংসাপত্র চান তাঁর নাম ক্যাট কুমার। বাবার নাম ক্যাটি বস ও মায়ের নাম ক্যাটিয়া দেবী।

এই সেই আবেদনপত্রএই সেই আবেদনপত্র
Aajtak Bangla
  • পটনা ,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 2:05 PM IST
  • এবার ক্যাট কুমার
  • বিহারে আবাসিক শংসাপত্র পাওয়ার জন্য এই নামেই জমা পড়ল আবেদন

এবার ক্যাট কুমার। বিহারে আবাসিক শংসাপত্র পাওয়ার জন্য এই নামেই জমা পড়ল আবেদন। সেই আবেদনপত্রে উল্লেখ, যিনি শংসাপত্র চান তাঁর নাম ক্যাট কুমার। বাবার নাম ক্যাটি বস ও মায়ের নাম ক্যাটিয়া দেবী। 

এদিকে এই আবেদনপত্র পাওয়ার পর বেজায় ক্ষুব্ধ বিহারের রোহতসের জেলাশাসক। উদিতা সিং নামের ওই আধিকারিক নাসিরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। 

এই আবেদনপত্রে একটি বেড়ালের ছবিও দেওয়া আছে। সেখানেই লেখা রয়েছে নাম, ধাম, বাবা ও মায়ের নাম ইত্যাদি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কেউ এই কাজ জেনেবুঝে করেছেন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। ভুল বার্তা যেতে পারে। সেজন্য অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা পুলিশের। 

কিছুদিন আগেও বিহারে প্রায় একই রকমের ঘটনা দেখা যায়। সেবার আবেদনকারীর নাম ছিল, ডগ কুমার ও সোমালিকা ট্র্যাঙ্কর। দুই ঘটনা ছিল যথাক্রমে পটনা ও পূর্ব চম্পারনের। দুই আধিকারিককে এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধে দেওয়ার অভিযোগ আছে। গ্রেফতার করা হলে তাঁদের বিরুদ্ধে  আরও একাধিক ধারায় মামলা রুজু করা হবে। এমনকী তাঁদের গ্রেফতারও করার সম্ভাবনা রয়েছে। 

বিহারে জনসেবা অধিকার আইনের অধীনে অনলাইনে আবেদন জমা দেওয়ার অনুমতি রয়েছে সেখানকার বাসিন্দাদের। জমা দেওয়া প্রতিটি আবেদন যথাযথভাবে পরীক্ষাও করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, বিহারে SIR শুরু হওয়ার পর থেকে প্রচুর আবাসিক শংসাপত্রের আবেদন জমা পড়েছে। তার কারণ SIR। 

 

Read more!
Advertisement
Advertisement