Advertisement

CBSE Exam : CBSE-এর ক্লাস টেনের পরীক্ষা বছরে দুবার? চালুর সম্ভাবনা ২০২৬ থেকেই

CBSE-এর এক আধিকারিক জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়া শুরু হবে। খসড়া অনুযায়ী, বছরের প্রথম বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে এবং দ্বিতীয় মে মাসে অনুষ্ঠিত হবে।

CBSE CBSE
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 12:01 AM IST
  • CBSE-এর এক আধিকারিক জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়া শুরু হবে
  • খসড়া অনুযায়ী, বছরের প্রথম বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে এবং দ্বিতীয় মে মাসে অনুষ্ঠিত হবে

জল্পনা ছিল। আর তাই সত্যি হতে চলেছে। জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে এবার দু'বার পরীক্ষা নেওয়া হবে  দশম শ্রেণির। নয়া ব্যবস্থা সংক্রান্ত খসড়া প্রকাশ করল CBSE। 

CBSE-এর এক আধিকারিক জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়া শুরু হবে। খসড়া অনুযায়ী, বছরের প্রথম বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে এবং দ্বিতীয় মে মাসে অনুষ্ঠিত হবে। সমস্ত স্টেক হোল্ডারদের আগামী ৯ মার্চের মধ্যে গোটা প্রক্রিয়া নিয়ে মতামত দিতে হবে। তারপরই নীতি চূড়ান্ত করা হবে।

খসড়া অনুযায়ী, সিবিএসই-র দশম শ্রেণির বোর্ডের প্রথম ধাপের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ৬ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্বটি ৫ থেকে ২০ মে পর্যন্ত চলবে। সিবিএসই-এর একজন প্রবীণ আধিকারিক বলেছেন, 'বোর্ড পরীক্ষার উভয় পর্বই সম্পূর্ণ সিলেবাসের ভিত্তিতে পরিচালিত হবে। উভয় পরীক্ষার জন্য ফি আবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হবে।' 

ওই আধিকারিক আরও জানান,'বোর্ড পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় সংস্করণগুলি পরিপূরক পরীক্ষা হিসাবে কাজ করবে। কোনও পরিস্থিতিতে বিশেষ পরীক্ষা নেওয়া হবে না।' প্রসঙ্গত, নয়া জাতীয় শিক্ষা নীতি সুপারিশ করেছে, সমস্ত শিক্ষার্থীকে যে কোনও স্কুলের বছরে সর্বোচ্চ দুইবার পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া উচিত। এই শিক্ষানীতিকে মান্যতা দিয়েই দুবার পরীক্ষা নেওয়া হতে পারে। 

দুইবার পরীক্ষা মোট ৩৪ দিন ধরে চলবে। যার মধ্যে ৮৪টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ২০২৬ সালের CBSE-র দশম শ্রেণির পরীক্ষায় প্রায় ২৬.৬০ লক্ষ শিক্ষার্থী উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও, CBSE এই বোর্ড পরীক্ষা প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি এবং ৫ মে পরের প্রথম মঙ্গলবার শুরু হবে। বছরে দুবার দশম বোর্ড পরীক্ষা পরিচালনার প্রস্তাবের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের তাদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ দেওয়া। এতে তাদের চাপ কমবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। 

Read more!
Advertisement
Advertisement