সমাসন্ন ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ১৩ নভেম্বর। তার আগে শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে অভিযান চালাল আয়কর বিভাগ। রাঁচিতে তাঁর আবাস-সহ ৯টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর।
নির্বাচনের আগে এটি রাঁচিতে আয়কর দফতরের বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার আয়কর দফতরের নিশানায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ব্যক্তিগত সচিব। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের দল। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা সুনীল শ্রীবাস্তবের বাড়ি ঘিরে রেখেছেন।
সূত্রের খবর, আয়কর দল একই সঙ্গে রাঁচি ও জামশেদপুর মিলিয়ে ৯টি জায়গায় অভিযান চালাচ্ছে আয়কর দফতর। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তব রাঁচির অশোকনগরে থাকেন।