কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার থেকে ব্যক্তিগত যে কোনও কাজে বছরে ৩০ দিন ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার জন্য ওই ছুটি নেওয়া যাবে। সম্প্রতি রাজ্যসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিং।
পিটিআই সূত্রে খবর, সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ব্যক্তিগত কারণে বছরে ৩০টি ছুটি নিতে পারবেন। তিনি বলেছেন যে, ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভ) নীতি অনুযায়ী, বছরে ৩০ দিন অর্জিত ছুটি, ২০ দিন হাফ পে লিভ, ৮ দিন ক্যাসুয়াল লিভ, ২ দিন রেস্ট্রিক্টেড ছুট নিতে পারবেন তাঁরা। পাশাপাশি, বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যার জন্যও ছুটি নিতে পারেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। দেশে চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগীদের বেতন, ভাতা ও পেনশনে বড়সড় বদল ঘটবে। সংসদের বাদল অধিবেশনে লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি এ ব্যাপারে বিশদে জানিয়েছেন। পিটিআই সূত্রে খবর, অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন দফতর, মন্ত্রক, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ শুরু করেছে অর্থ মন্ত্রক। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য সরকার। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, এখনও কোনও নাম ঘোষণা করা হয়নি। অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর, কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৬০ শতাংশ হতে পারে। ২০২৫ সালের মার্চ মাসে AICPI-IW সূচক ছিল ১৪৩, যা মে মাসের মধ্যে ১৪৪-এ পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ডিএ-ডিআর ৩-৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। যা ১ জুলাই থেকে কার্যকর করা হবে। সরকার সেপ্টেম্বর বা অক্টোবরে এই বিষয়ে ঘোষণা করতে পারে।