Advertisement

MP Salary : এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের, এখন কত করে পাবেন?

সাংসদদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তাঁদের দৈনিক ভাতা, পেনশন ইত্যাদিও বাড়ানো হল। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। 

File Photo File Photo
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 5:06 PM IST
  • সাংসদদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
  • একই সঙ্গে তাঁদের দৈনিক ভাতা, পেনশন ইত্যাদিও বাড়ানো হল

সাংসদদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তাঁদের দৈনিক ভাতা, পেনশন ইত্যাদিও বাড়ানো হল। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। 

এতদিন পর্যন্ত মাসে ১ লাখ টাকা বেতন পেতেন সাংসদরা। এক ধাক্কায় তা ২৪ হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে ১ লাখ ২৪ হাজার টাকা পাবেন। দৈনিক ভাতা ছিল ২ হাজার টাকা। তা করা হয়েছে আড়াই হাজার। পেনশন মিলত ২৫ হাজার টাকা। সেই সব সাংসদরা এবার থেকে মাসে ৩১ হাজার টাকা পাবেন। অর্থাৎ ৬ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পেনশন আড়াই হাজার টাকা করা হয়েছে। যা আগে ছিল ২ হাজার। 

এর আগে ২০১৮ সালে শেষবার সাংসদদের বেতন-ভাতায় পরিবর্তন আনা হয়েছিল। নয়া বেতন কার্যকর হওয়ার ফলে ৫৪৩ জন লোকসভার সাংসদ, ২৪৫ জন রাজ্য সভার সাংসদ ও প্রাক্তন সাংসদরা সুবিধা পাবেন। 

 তবে বেতন ছাড়াও আর নানা সুবিধা পেয়ে থাকেন সাংসদরা। একজন সাংসদ দিল্লিতে বসবাসের জন্য থাকার জায়গা পান। সেটা ফ্ল্যাট হতে পারে কিংবা বাংলো। কোন সাংসদ থাকার জায়গা হিসেবে কী পাবেন তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কে কোন আবাসন পাবেন তা ঠিক করে একটি কমিটি। ঘরে টেলিফোনের খরচেও ছাড় মেলে। 

একজন সাংসদকে যাওয়া আসার খরচও দেওয়া হয়। সাংসদ হিসেবে কোথাও যাওয়ার জন্য তিনি খরচ পান। সড়কপথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে ১৬ টাকা পান তিনি। সাংসদের স্ত্রীও এই সুবিধা পেয়ে থাকেন। 

অফিস চালানোর জন্যও সাংসদ ভাড়া পান। ব্যক্তিহত আপ্তসহায়কের বেতন তিনি পেয়ে থাকেন। এছাড়াও অফিস স্টেশনারির খরচ পান। নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা-সুবিধা পেয়ে থাকেন সাংসদরা।  

Read more!
Advertisement
Advertisement