ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করল ইডি(Enforcement Directorate-ED)। গ্রেফতারের কয়েক ঘণ্টা আগেই দুর্গ জেলার ভিলাইতে বাঘেল পরিবারের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মানি লন্ডারিং আইনের (PMLA) আওতায় তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাচক্রে, এই দিন জন্মদিন ছিল তাঁর।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভিলাইয়ের সেই বাড়িতে বাবার সঙ্গেই থাকেন চৈতন্য বাঘেল। সেখানেই ইডির অভিযান চলে। তদন্তকারীদের দাবি, তাঁদের হাতে নতুন কিছু তথ্য এসেছে। সেই সূত্র ধরেই এই পদক্ষেপ।
সূত্রের খবর, চৈতন্য বাঘেলের বিরুদ্ধে ছত্তীসগঢ়ের মদের কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁর বাড়িতে এই তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এর পাশাপাশি, কিছু কংগ্রেস কর্মী ও বাঘেল-অনুগামীকেও সেখানে দেখা যায়।
এর আগেও চলতি বছর ১০ মার্চ চৈতন্য বাঘেলের বাড়িতে ইডি হানা দিয়েছিল।
ইডির দাবি, আবগারি দুর্নীতি কাণ্ডে সন্দেহের তালিকায় রয়েছেন চৈতন্য বাঘেল। ইডির দাবি, এই দুর্নীতির জেরে রাজ্যের কোষাগারে বিশাল ক্ষতি হয়েছে। দুর্নীতির ফলে সিন্ডিকেটের সদস্যরা প্রায় ২,১০০ কোটি টাকা তছরুপ করেছে।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে ছত্তীশগড়ের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হন রায়পুরের মেয়র ও কংগ্রেস নেতা আইজাজ ধেবরের দাদা অনোয়ার ধেবর, প্রাক্তন আইএএস অফিসার অনিল তুটেজা, টেলিকম দফতরের অফিসার অরুণপতি ত্রিপাঠী সহ বেশ কয়েকজন।
ইডির দাবি, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ছত্তীসগড়ে যখন ভূপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস সরকার ছিল, তখনই এই আবগারি দুর্নীতি হয়।
এখনও পর্যন্ত এই মামলায় ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।