Advertisement

কেদারনাথ, বদ্রীনাথ দর্শনে নতুন নিয়ম, সঙ্গে মোবাইল থাকলে সাবধান

আগামী মরশুমে কেদার-বদ্রী, চারধাম যাওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে পুণ্যার্থীদের। মন্দির দর্শনের সময় আর ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা চলবে না।

কেদারনাথ, বদ্রীনাথ দর্শনে নতুন নিয়মকেদারনাথ, বদ্রীনাথ দর্শনে নতুন নিয়ম
Aajtak Bangla
  • হরিদ্বার,
  • 18 Jan 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • কেদারনাথ, বদ্রীনাথে গিয়ে আর তোলা যাবে না ফটো।
  • কেদারনাথ, বদ্রীনাথ বা উত্তরাখণ্ডের চারধামে যাওয়া যাত্রীদের জন্য বড় খবর।
  • মন্দির দর্শনের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল উত্তরাখণ্ড সরকার।

কেদারনাথ, বদ্রীনাথ বা উত্তরাখণ্ডের চারধামে যাওয়া যাত্রীদের জন্য বড় খবর। মন্দির দর্শনের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল উত্তরাখণ্ড সরকার। আগামী মরশুমে কেদার-বদ্রী, চারধাম যাওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে পুণ্যার্থীদের। মন্দির দর্শনের সময় আর ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা চলবে না।  ডিএম, সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে মন্দিরে ঢুকতে দেওয়ার ফলে কিছু সমস্যা হচ্ছে। সেই কারণে এগুলো ব্যান করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল, আগেও মন্দিরের মধ্যে ফটো তোলা ব্যান ছিল। কিন্তু মোবাইল পকেটে রেখে, বন্ধ অবস্থায় নিয়ে ভিতরে প্রবেশ করতে বাধা ছিল না। তবে এবার সেই নিয়মেও ইতি টানার পরিকল্পনা করেছে উত্তরাখণ্ড প্রশাসন।

সূত্রের খবর, কেদারনাথ-সহ অন্য মন্দিরগুলিতেও লুকিয়ে ছবি-বা ভিডিও তোলার ঘটনা প্রতি মরশুমে সামনে আসে। ধরা পড়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নেয়। কিন্তু তবুও প্রবণতা বন্ধ হচ্ছে না দেখে, এবার আরও কড়া পদক্ষেপ নিল উত্তরাখণ্ড প্রশাসন।

কোথায় ছবি তোলা যাবে?

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। মন্দিরে ঢোকার আগে ভক্তদের মোবাইল ফোন এবং ক্যামেরা জমা দিতে হবে। তবে পুজো দেওয়ার পর মোবাইল নিয়ে মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে মন্দিরের সঙ্গে ছবি তুলতে পারেন। এক্ষেত্রে ভক্তরা যাতে নিশ্চিন্তে মোবাইল ও ক্যামেরা জমা করে যেতে পারেন, তার জন্য বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিকে মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন এবং ক্যামেরার সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা কনফার্ম করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর ৫০ লক্ষ ভক্ত চারধাম দর্শন করেছেন

উত্তরাখণ্ড সরকারের তথ্য বলছে, গত মরশুমে ৫০ লক্ষেরও বেশি ভক্ত রাজ্যের চারটি পবিত্র তীর্থস্থান - গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করেছেন। এই বছর তীর্থযাত্রা আরও মসৃণ এবং সহজ করতে বদ্ধপরিকর রয়েছে রাজ্য প্রশাসন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement