Chardham Yatra 2022: শুক্রবার বৈদিক মন্ত্রের উচ্চারণের সঙ্গে খুলে গেল চারধামের অন্যতম বাবা কেদারনাথ ধামের দরজা। পৌরাণিক ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান মেনে আজ সকাল ৬.২৫ মিনিটে হাজার হাজার ভক্তের সমাগমের সঙ্গে বাবা কেদারনাথ ধামের দরজা খুলল। এ সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। ১৫ কুইন্টাল ফুল দিয়ে সজ্জিত হয় কেদারনাথের মন্দির। এদিন সকালে প্রায় ২০ হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
কেদারনাথের প্রধান পুরোহিতের বাসভবন থেকে সেনা ব্যান্ড এবং স্থানীয় বাদ্যযন্ত্র বাজিয়ে বাবা কেদারের ডুলি মন্দির প্রাঙ্গণের দিকে নিয়ে আসা হয়, জয় বাবা কেদারের নাম নিয়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই জয় বাবা কেদারের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা কেদারপুরী।
সরকারি আদেশ অনুযায়ী, কেদারনাথে প্রতিদিন ১২ হাজার ভক্ত দর্শন করতে পারবেন, যেখানে বদ্রীনাথে ১৫ হাজার, গঙ্গোত্রীতে ৭ হাজার এবং যমুনোত্রীতে ৪ হাজার, প্রতিদিন মাত্র ৪ হাজার ভক্তকে দর্শন করতে দেওয়া হবে।
খুলেছে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা
এর আগে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজাও ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ মে খুলবে বদ্রীনাথ ধামের দরজা। চার ধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে, যেহেতু আগামী দিনের জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
পর্যটন বিভাগ দ্বারা পরিচালিত https://registrationandtouristcare.uk.gov.in পোর্টালে উত্তরাখণ্ডের চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার যাত্রীদের আবাসন, খাবার এবং পার্কিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা করেছে। ভক্তদের আগমনের আগে রাজ্য পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।