সুপ্রিম কোর্টে অভূতপূর্ব বিশৃঙ্খলা। দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর দিকে জুতা ছোঁড়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া সিনিয়র অ্যাডভোকেট রাকেশ কিশোর ঘটনার পর মুখ খুললেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কাজে তাঁর কোনও অনুশোচনা নেই।
সোমবার ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে কথা বলার সময় রাকেশ কিশোর বলেন, 'আমি যা করেছি, তাতে আমার কোনও অনুতাপ নেই। আমি মদ্যপ ছিলাম না। এটি ছিল প্রধান বিচারপতির কাজকর্মের প্রতিক্রিয়া।'
ঘটনাটি ঘটে ১৬ সেপ্টেম্বর, যখন প্রধান বিচারপতির বেঞ্চে একটি জনস্বার্থ মামলা (PIL) শুনানি হচ্ছিল। মামলাটি সনাতন ধর্ম সম্পর্কিত ছিল বলে জানা গেছে। রাকেশ কিশোরের অভিযোগ, প্রধান বিচারপতি গাভাই নাকি মামলাকারীকে উপহাস করে বলেন, 'যাও, মূর্তির কাছে প্রার্থনা করো এবং বলো যেন তার মাথা নিজের করে নেয়।' এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে তিনি ওই চরম পদক্ষেপ নেন বলে দাবি করেছেন।
রাকেশ কিশোর বলেন, 'যখন নূপুর শর্মার বিষয়টি আদালতে আসে, তখন বলা হয় সে পরিবেশকে কলুষিত করেছে। কিন্তু সনাতন ধর্মের সঙ্গে যুক্ত মামলা এলেই আদালত এমন মন্তব্য করে। আবেদনকারীকে সাহায্য করবেন না, তা মেনে নেওয়া যায়, কিন্তু তাঁকে উপহাস করা ঠিক নয়।'
তাঁর দাবি, এই আচরণেই তিনি আহত হন এবং আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানান। আইনজীবী জানান, তিনি আদালতের প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্যে কাজ করেননি, বরং বিচার ব্যবস্থার পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ করেছিলেন। তাঁর কথায়, 'আমি ভীত নই। যা ঘটেছে, তা আমার অনুভূতির প্রকাশ। আদালত যদি সত্যিই ন্যায়বিচারের প্রতীক হয়, তবে তাকে সব ধর্মের প্রতি সমান আচরণ করতে হবে।'