Advertisement

মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট! গুরুতর আহত মহিলা, শিশু-সহ অন্তত ১২, একাধিক মৃত্যুর আশঙ্কা

শনিবার ওড়িশার কটকের বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে পদপিষ্ট হয়ে শিশুসহ ১২ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। মকর সংক্রান্তি উদযাপনে লক্ষাধিক তীর্থযাত্রী সিংহনাথ মন্দিরে জড়ো হয়েছিলেন। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কটক,
  • 14 Jan 2023,
  • अपडेटेड 8:38 PM IST
  • শনিবার ওড়িশার কটকের বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে পদপিষ্ট হয়ে শিশুসহ ১২ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
  • মকর সংক্রান্তি উদযাপনে লক্ষাধিক তীর্থযাত্রী সিংহনাথ মন্দিরে জড়ো হয়েছিলেন।

শনিবার ওড়িশার কটকের বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে পদপিষ্ট হয়ে শিশুসহ ১২ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। মকর সংক্রান্তি উদযাপনে লক্ষাধিক তীর্থযাত্রী সিংহনাথ মন্দিরে জড়ো হয়েছিলেন। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিনের মেলায় ব্যাপক ভিড় ছিল। জানা যাচ্ছে একাধিকের প্রাণহানিও হতে পারে। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ জন। যার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। শনিবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকের বাদামবা-গোপীনাথপুর টি-ব্রিজে।

জানা গিয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষ্যেই এদিন কটকের বাদামবা-গোপীনাথপুর টি-ব্রিজের উপর লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড় জমেছিল। মূলত, সিঙ্ঘনাথ মন্দির ও মন্দির সংলগ্ন মেলাতেই যাচ্ছিলেন পুণ্যার্থীরা। এদিন বিকালে অত্যধিক ভিড়ের চাপেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। শিশু, মহিলা সহ বহু মানুষ পদপিষ্ট হন। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ওড়িশার দীর্ঘতম সেতু কটকের বাদামবা-গোপীনাথপুর টি-ব্রিজ। মহানদীর উপর নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ওই নদীর দ্বীপের উপর অবস্থিত সিঙ্ঘনাথ মন্দিরের সঙ্গে সংযুক্ত। প্রতি বছরই মকর সংক্রান্তির সময় সিঙ্ঘনাথ মন্দির লাগোয়া মেলা বসে এবং লক্ষ-লক্ষ মানুষের ভিড় হয়।

আরও পড়ুন-দিল্লিতে হাড়হিম করা ঘটনা. যুবককে বনেটের উপর আধা কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement