Advertisement

Operation Sindoor: 'অপারেশন সিঁদুর' চলাকলীন পাকিস্তানকে কীভাবে সাহায্য করছিল চিন? Shocking তথ্য দিলেন সেনাকর্তা

চিন থেকে সরাসরি ‘লাইভ ইনপুট’ পেয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ 'ভেক্টর' বা গতিবিধি সম্পর্কে রিয়েল টাইমে তথ্য দেওয়া হয়েছিল ইসলামাবাদকে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় চিন-পাকিস্তানের এই সহযোগিতারই প্রমাণ মিলল।

Operation Sindoor-এ পাকিস্তানকে লাইভ ইনপুট দিচ্ছিল চিন!Operation Sindoor-এ পাকিস্তানকে লাইভ ইনপুট দিচ্ছিল চিন!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 3:12 PM IST
  • চিন থেকে সরাসরি ‘লাইভ ইনপুট’ পেয়েছিল পাকিস্তান।
  • সেনার গুরুত্বপূর্ণ 'ভেক্টর' বা গতিবিধি সম্পর্কে রিয়েল টাইমে তথ্য দেওয়া হয়েছিল ইসলামাবাদকে।
  • ‘অপারেশন সিঁদুর’-এর সময় চিন-পাকিস্তানের এই সহযোগিতারই প্রমাণ মিলল।

চিন থেকে সরাসরি ‘লাইভ ইনপুট’ পেয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ 'ভেক্টর' বা গতিবিধি সম্পর্কে রিয়েল টাইমে তথ্য দেওয়া হয়েছিল ইসলামাবাদকে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় চিন-পাকিস্তানের এই সহযোগিতারই প্রমাণ মিলল। এমনটাই জানালেন ভারতীয় সেনার শীর্ষ কর্তা লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ।

বৃহস্পতিবার দিল্লিতে ফিকি (FICCI)-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেন্যান্স) বলেন, 'সিঁদুর অভিযানের সময় সীমান্তে ভারতকে একসঙ্গে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হয়েছিল, পাকিস্তান, চিন এবং তুরস্ক।'

পাকিস্তানকে সাহায্য করেছিল দুই দেশ
তাঁর কথায়, 'পাকিস্তান সামনে ছিল। পিছন থেকে চিন সব রকমের সাপোর্ট দিচ্ছিল। তুরস্কও সেই সময় বিশেষ ভূমিকা নিয়েছিল।'

লেফটেন্যান্ট জেনারেল আরও জানান, সেনার ডিজিএমও পর্যায়ের বৈঠকের সময়েই পাকিস্তান জানিয়েছিল যে, 'আমরা জানি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত। অ্যাকশনের জন্য তৈরি। পিছিয়ে নিন, অনুরোধ জানাই।' তিনি বলেন, 'এর থেকে এটা স্পষ্ট যে, পাকিস্তান চিনের থেকে সরাসরি রিয়েল টাইম ইনপুট পাচ্ছিল।'

সেনার শীর্ষ আধিকারিকের এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এর আগে সরকারি স্তরে চিন-পাকিস্তান আঁতাত নিয়ে ইঙ্গিত মিললেও, সেনার পক্ষ থেকে এত স্পষ্টভাবে এমন মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি অনুপ্রবেশের প্রেক্ষাপটে এই ধরনের 'আঁতাত' অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ প্রায় চার দিন ধরে চলেছিল। সীমান্তে একাধিক দিক থেকে পাকিস্তান আক্রমণ চালালেও তা রুখে দেয় ভারতীয় সেনা।

উল্লেখ্য, তুরস্কও এই সংঘাতে পাকিস্তানকে সাহায্য করেছিল। এর আগেই এমন অভিযোগে তুলেছেন জেনারেল সিংহ। যদিও তুরস্ক ঠিক কী ধরনের সাপোর্ট দিয়েছিল, সেই বিষয়ে তিনি বিস্তারিতভাবে জানাননি।

তাঁর এই বক্তব্যের পর নতুন করে ভাবছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। একাংশের মতে, ভবিষ্যতে যে কোনও ডিফেন্স স্ট্র্যাটেজি তৈরির সময় ভারতকে চিন-পাকিস্তান-তুরস্ক তিন দেশকে মিলিয়েই পরিকল্পনা করতে হবে।

Read more!
Advertisement
Advertisement