
দিল্লিতে বিজেপির সদর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধিদলের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত–চিন সীমান্ত সংঘর্ষের পর এই প্রথমবার দলীয় স্তরে মুখোমুখি আলোচনায় বসল বিজেপি ও সিপিসি। সোমবার চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিজেপি সদর দফতরে পৌঁছয়। বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের নেতৃত্বে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
বিজেপি সূত্রে জানা গেছে, এই বৈঠকে দুই রাজনৈতিক দলের মধ্যে পার্টি-টু-পার্টি যোগাযোগ আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিজেপির বৈদেশিক সম্পর্ক বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালে জানান, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং ভবিষ্যতে যোগাযোগের চ্যানেল আরও শক্তিশালী করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
এই বৈঠকে ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহংয়ের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। রাজনৈতিক মহলের মতে, তাঁর উপস্থিতি এই সফরকে চিন কতটা গুরুত্ব দিচ্ছে, তারই ইঙ্গিত। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হল, যখন ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক আলোচনা চলছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে এখনও টানাপোড়েন পুরোপুরি কাটেনি।
বৈঠকে আন্তর্জাতিক রাজনীতি, দলীয় স্তরে সম্পর্কের গুরুত্ব এবং ভবিষ্যতে এই ধরনের সফর ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও কথা হয়েছে। সান হাইয়ান বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকার উপর বিশেষ জোর দেন। বৈঠক শেষে বিজেপির তরফে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
তবে এই বৈঠক ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এমন এক সময়ে বিজেপি চিনের কমিউনিস্ট পার্টিকে নিজেদের সদর দফতরে আমন্ত্রণ জানিয়েছে, যখন চিন জম্মু ও কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজেদের এলাকা বলে দাবি করছে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে ভারতের সাহসী জওয়ানরা শহীদ হয়েছেন, অথচ সেই চিনের সঙ্গেই বিজেপি বৈঠকে বসেছে।
কংগ্রেস আরও দাবি করেছে, অপারেশন ‘সিঁদুর’-এর সময় চিন পাকিস্তানকে সমর্থন করছে, যা ভারতের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপটে বিজেপি–সিপিসি বৈঠককে ঘিরে কংগ্রেস দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে।