Cigarette Price Hike: সিগারেট, গুটখার দাম বাড়ছে। তামাকজাত পণ্যের উপর GST-র হার বাড়ছে। এর ফলে সিগারেট ও গুটখার দাম আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। এর ফলে একদিকে যেমন তামাকজাত দ্রব্য কেনায় জনসাধারণকে নিরুৎসাহ করা হবে, তেমনই বর্ধিত করের মাধ্যমে এই খাতে সরকারে আয় বৃদ্ধি পাবে।
২৮% থেকে বেড়ে ৩৫%
সিগারেট, তামাক পণ্যের উপর আগে ২৮% জিএসটি লাগু ছিল। তবে এবার সেটা বাড়ানো হচ্ছে। এবার থেকে এই পণ্যগুলির উপর করের হার বেড়ে ৩৫% করা হয়েছে। মন্ত্রীগোষ্ঠীর(GoM) সম্প্রতি এই পণ্যগুলিতে জিএসটি বৃদ্ধির সুপারিশে সমর্থন জানান। তারপরেই এই সিদ্ধান্ত।
কবে থেকে সিগারেটের দাম বাড়ছে?
আগামী ২১ ডিসেম্বর থেকে সিগারেট, গুটখার উপর এই বর্ধিত হারে জিএসটি লাগু হচ্ছে। ফলে মোটামুটি এই দিন থেকেই দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে।
এই করকে বলা হয় সিন ট্যাক্স
নেশার দ্রব্যাদি বিক্রিতে সরকার বরাবরই নিরুৎসাহ দেয়। তবে এগুলির বিক্রি যে প্রচুর, তা বলাই বাহুল্য। তাই এর উপর বেশি হারে কর আরোপ করে সরকার। এর ফলে দামের কারণে এগুলি বেশি কেনার প্রবণতা কমে। আবার যেটুকু বিক্রি হয়, তাতে সরকারের মোটা টাকা রাজস্ব আসে। এই জাতীয় করকে অর্থনীতির ভাষায়, সিন ট্যাক্স(Sin Tax) বলা হয়।
এই জাতীয় সমস্ত দ্রব্যেই বাড়তি করের প্রস্তাব
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কোনও জিনিসের দাম হঠাৎ বেড়ে গেলে মানুষ আরও সস্তার বিকল্প খোঁজার চেষ্টা করে। কিন্তু সেই সস্তার বিকল্পে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই বিশেষজ্ঞরা বলছেন, দাম যখন বাড়ানোই হবে, এই জাতীয় সমস্ত দ্রব্যেরই দাম বাড়ানো উচিত। দিল্লি AIIMS-এর অধ্যাপক ডক্টর অলোক ঠাকারের কথায়, 'তামাক-সম্পর্কিত রোগগুলি ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটি বড় বোঝা। কর বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী তামাক সেবন কমার পরিসংখ্যান রয়েছে। এটি প্রমাণিত পদ্ধতি।'
উল্লেখ্য, পশ্চিমী বিশ্বের বিভিন্ন দেশেও সিগারেটের উপর চড়া হারে কর আরোপ করা হয়। এতটাই বেশি যে তা নিয়মিত কেনাও দুষ্কর। শুধু তাই নয়, খোলা প্যাকেটে সিগারেট বিক্রিও নিষিদ্ধ কিছু দেশে। এর ফলে একটি একটি করে সিগারেটও কিনতে পারেন না ক্রেতারা। কিনতে হলে গোটা প্যাকেটই কিনতে হয়, যাতে এককালীন খরচও অনেক বেশি। সেই কারণে এত টাকা খরচের আগে ক্রেতারা পিছিয়ে আসেন। ভারতে যদিও পান-বিড়ির দোকানে লুজ সিগারেট রমরমিয়ে বিক্রি হয়।
ডাঃ প্রীতম বলেন, 'ডব্লিউএইচও-র সুপারিশ অনুযায়ী, তামাকের খুচরা মূল্যে কমপক্ষে ৭৫% ট্যাক্স হওয়া উচিত, তবে বর্তমানে ভারতে সিগারেটের জন্য মাত্র ৫৭.৬% এবং মেশিনে তৈরি বিড়ির জন্য ২২% কর প্রযোজ্য।'
ন্যাশানাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের বিজ্ঞানী ডঃ প্রশান্ত কুমার সিং বলেন, 'এই জাতীয় রোগের কারণে ভারতে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে।'