Advertisement

Mumbai: খোরপোশে ১২ কোটি টাকা, BMW দাবি মহিলার, 'নিজে ইনকাম করে কিনুন', বলল সুপ্রিম কোর্ট

খোরপোশে স্বামীর কাছে থেকে ১২ কোটি টাকা, একটি BMW গাড়ি দাবি করেন মহিলা। ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। উল্টে ওই মহিলাকে ভরণপোষণের জন্য স্বামীর অর্থের উপর নির্ভর না করে নিজের জন্য উপার্জন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে খোরপোশ নিয়ে শুনানিসুপ্রিম কোর্টে খোরপোশ নিয়ে শুনানি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 7:25 PM IST

খোরপোশে স্বামীর কাছে থেকে ১২ কোটি টাকা, একটি BMW গাড়ি দাবি করেন মহিলা। ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। উল্টে ওই মহিলাকে ভরণপোষণের জন্য স্বামীর অর্থের উপর নির্ভর না করে নিজের জন্য উপার্জন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই খোরপোশ মামলার শুনানিতে, এক মহিলার বিয়ের ১৮ মাসের মধ্যে তার স্বামীর থেকে বিচ্ছেদ হন। এর পর মুম্বইতে একটি বাড়ি এবং ভরণপোষণে ১২ কোটি টাকা দাবি করেছিলেন। উত্তরে প্রধান বিচারপতি বলেন, "আপনার বিয়ে মাত্র ১৮ মাস টিকেছিল, আর এখন বিএমডব্লিউ চাইছেন? সঙ্গে প্রতি মাসে এক কোটি টাকা?" ওই মহিলা এমবিএ করেছেন, আইটি বিশেষজ্ঞ। 

মহিলাটি পাল্টা জবাব দেন, তাঁর স্বামী খুবই ধনী। এমনকি তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন বলে অভিযোগ করে বিবাহ বিচ্ছেদের দাবি করেছেন। তিনি বেঞ্চকে জিজ্ঞাসা করেন, "আমি কি সিজোফ্রেনিয়ার রোগী বলে মনে হচ্ছে?"

স্বামীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী মাধবী দিভান যুক্তি দেন, এত অযৌক্তিকভাবে ভরণপোষণ দাবি করা যায় না। তিনি উল্লেখ করেন, ওই মহিলা ইতিমধ্যেই মুম্বইয়ের একটি ফ্ল্যাটে থাকছিলেন। যেখানে দু'টি পার্কিং স্পট ছিল। সেখান থেকে তিনি আয় করতে পারতেন। তিনি বললেন, "ওকে কাজও করতে হবে। সবকিছু এভাবে দাবি করা যায় না।" 

তিনি আরও বলেন, "তিনি যে বিএমডব্লিউটির স্বপ্ন দেখছেন তা ১০ বছরের পুরনো।" প্রধান বিচারপতি গাভাই মহিলার স্বামীর অতীত আয়, চাকরিকালীন আড়াই কোটি টাকা বেতন এবং এক কোটি টাকা বোনাসের বিবরণ উল্লেখ করেন। উভয় পক্ষকে সম্পূর্ণ আর্থিক নথি জমা দেওয়ার নির্দেশ দেন। বেঞ্চ আরও জোর দিয়ে বলে যে মহিলা তার স্বামীর বাবার সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারবেন না।
 

Read more!
Advertisement
Advertisement