Advertisement

Rajeev Kumar Saradha Scam: সারদা কেলেঙ্কারি: রাজীব কুমার ইস্যুতে CBI-কে তুলোধনা সুপ্রিম কোর্টের

সারদা চিট ফান্ড মামলায় পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে দেওয়া আগাম জামিন চ্যালেঞ্জ করে সিবিআই-এর আবেদনের শুনানি ছিল আজ। আর সেখানেই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 12:33 PM IST
  • 'এটা একটা গুরুতর বিষয়... এর প্রভাব পড়বে'
  • 'অপ্রয়োজনীয় আবেদনগুলো আদালতের ওপর চাপ বাড়ায়
  • অবাক লাগে, এই মামলা গত ৬ বছর ধরে ঝুলে আছে...

সারদা চিট ফান্ড মামলায় পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে দেওয়া আগাম জামিন চ্যালেঞ্জ করে সিবিআই-এর আবেদনের শুনানি ছিল আজ। আর সেখানেই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই।

এ দিন CBI-এর পক্ষে সলিসিটর জেনারেল বলেন, 'এটা একটা গুরুতর বিষয়... এর প্রভাব পড়বে'

এর উত্তরে দেশের প্রধান বিচারপতি বলেন, 'অপ্রয়োজনীয় আবেদনগুলো আদালতের ওপর চাপ বাড়ায়... অবাক লাগে, এই মামলা গত ৬ বছর ধরে ঝুলে আছে...'

তাঁর উত্তরে মেহতা বলেন, 'লর্ডশিপরা এর সঙ্গে যুক্ত মামলাগুলো দেখুন... সেগুলোরও এই বিষয়ে প্রভাব আছে...

এই কথার প্রসঙ্গে আবার CJI বলেন, 'আপনি যদি ৬ বছর ধরে তদন্তেই না ডাকেন... এটাই কি তাঁর জামিন জারি রাখার যথেষ্ট গ্রাউন্ড নয়?'

তবে এরপরও CBI-এর তরফে যুক্তি খাঁড়া করেন সলিসিটর জেনারেল। তিনি বলেন,  'অনেক গুরুতর বিষয় আছে... বিশ্বাস করুন আমায়'

যদিও সলিসিটর জেনারেলের এই যুক্তিও মেনে নেননি বিচারপতি গাভাই। তাঁর বদলে তিনি জানান,  আমরা আপনাকে বিশ্বাস করি না, এমন কথা ১০ বার বলছেন। আমরা শুধু বলছি, ৬ বছর ধরে তাঁকে তদন্তের জন্য ডাকেননি।

কী বলেন রাজীব কুমারের আইনজীবী?
রাজীব কুমারের আইনজীবী এই প্রসঙ্গে বলেন, 'শিলং-এ ৪৪ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে মক্কেলকে। বারবার তাঁরা কেন আসছে বুঝতে পারছি না...'

তিনি আরও জানান, এটা একেবারে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পিটিশন। এই অভিযোগে এক আইপিএস অফিসারকে ৬ বছর ধরে হয়রানি করা হচ্ছে। সেটা কেন হচ্ছে, তা সংস্থাই জানে।

এর পর অবশ্য আজকের মতো শুনানি স্থগিত হয়ে যায়। এই মমলা আবার শনিবার শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, গত ৬ বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই মমলা। তদন্তে কোনও অগ্রগতি হয়নি বলেই অভিযোগ। আর সেটাই এ দিন সুপ্রিমকোর্টের শুনানিতে উঠে এল। তাদের পক্ষ থেকে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে এই মামলায় একটুও অগ্রগতি হয়নি। আর এটাই রাজীব কুমারের জামিনের পক্ষে যথেষ্ঠ। যদিও এই মামলার অন্তিম রায় এটা নয়। এই শুক্রবারই তার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement