Advertisement

Bihar Cabinet Expansion: বিহারে বিধানসভা ভোটের আগে নীতীশ মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ ৭ BJP বিধায়কের

বিহারে সম্প্রসারিত হল মন্ত্রিসভা। সাতজন নতুন মন্ত্রী শপথ নেন। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় যোগ হল আরও ৭ মন্ত্রী। মন্ত্রী তালিকায় আছেন সঞ্জয় সারোগি (দ্বারভাঙ্গা), সুনীল কুমার (বিহার শরীফ), জীবেশ কুমার (জালে), রাজু কুমার সিং (সাহেবগঞ্জ), মতিলাল প্রসাদ (রিগা), বিজয় কুমার মণ্ডল (সিকটি) এবং কৃষ্ণ কুমার মন্টু (আমনাউর)। এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল রাজস্ব মন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন।

নীতীশ কুমারনীতীশ কুমার
Aajtak Bangla
  • পাটনা,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 5:54 PM IST

বিহারে সম্প্রসারিত হল মন্ত্রিসভা। সাতজন নতুন মন্ত্রী শপথ নেন। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় যোগ হল আরও ৭ মন্ত্রী। মন্ত্রী তালিকায় আছেন সঞ্জয় সারোগি (দ্বারভাঙ্গা), সুনীল কুমার (বিহার শরীফ), জীবেশ কুমার (জালে), রাজু কুমার সিং (সাহেবগঞ্জ), মতিলাল প্রসাদ (রিগা), বিজয় কুমার মণ্ডল (সিকটি) এবং কৃষ্ণ কুমার মন্টু (আমনাউর)। এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল রাজস্ব মন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলে দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, "আমি রাজস্ব মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি, 'এক ব্যক্তি, এক পদ' দলের নীতি। আমাকে দলের রাজ্য ইউনিটের দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।"

আরও বলেন, "মন্ত্রিসভা সম্প্রসারণ মুখ্যমন্ত্রীর এখতিয়ার। শুক্রবার থেকে শুরু হওয়া বিহারের বাজেট অধিবেশন শুরু হওয়ার ২ দিন আগে এই সম্প্রসারণ।"

সূত্র জানিয়েছে, এ বিষয়ে আগের আলোচনা ছিল নিষ্পত্তিহীন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং নীতীশ কুমার সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে একটি বৈঠক করেছেন তাঁরা। বলা হচ্ছে, মন্ত্রিসভা সম্প্রসারণ তখনই সম্ভব হয়েছে যখন কেন্দ্রীয় নেতৃত্ব নীতীশ সরকারের প্রস্তাবিত সম্ভাব্য মন্ত্রীদের তালিকা অনুমোদন করেছে।

বিহারে বিজেপির অনেক মন্ত্রী বর্তমানে একাধিক বিভাগের দায়িত্বে রয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তিনটি বিভাগের দায়িত্বে রয়েছেন, অন্যদিকে রাজ্য মন্ত্রী মঙ্গল পান্ডে এবং নীতীশ মিশ্র দু'টি বিভাগের দায়িত্বে রয়েছেন। এমনও সম্ভাবনা রয়েছে, জেডিইউতে দু'জন নতুন মন্ত্রী হতে পারে, অন্যদিকে রাজপুত এবং ভূমিহার জাতি থেকে দু'জন করে মন্ত্রীও করা যেতে পারে।

বর্তমানে বিহারে বিজেপির অনেক মন্ত্রী একাধিক বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তিনটি বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, এবং রাজ্যের মন্ত্রী মঙ্গল পাণ্ডে এবং নীতীশ মিশ্র দু'টি করে বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement