বিহারে SIR (Special Intensive Revision) চলছে। সেটা শেষ হলেই রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে। SIR শেষ হলেই ভোটার কার্ড বন্টনের দিনক্ষণ জানানো হবে।
ফটো জমা দিতে হবে
কমিশনের শীর্ষ আধিকারিকদের সূত্রে খবর, ভোটার তালিকার ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের লেটেস্ট ছবি চাওয়া হয়েছে। এই নতুন ছবিই ছাপা হবে নয়া ভোটার কার্ডে।
১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে বিহারে ৭.২৪ কোটি ভোটার রয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে।
কবে নাগাদ বিহারে ভোট হতে পারে?
আগামী ২২ নভেম্বর রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই আইন অনুযায়ী তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে। সূত্রের খবর, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝির মধ্যেই বিধানসভা নির্বাচন হতে পারে।
বেশিরভাগ মানুষই নথি জমা দিয়েছেন
নির্বাচন কমিশনের হিসাব বলছে, ফর্ম পাওয়া ভোটারদের মধ্যে ৯৯ শতাংশই নথি জমা দিয়ে দিয়েছেন। তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য ২ লাখ আবেদন জমা পড়েছে। আবার ভোটার তালিকায় নাম যোগ করার জন্য ৩৩,৩২৬টি আবেদন জমা পড়েছে।
ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি
ভোটের দিনে ভিড় কমাতে রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে প্রতিটি কেন্দ্রে সর্বাধিক ১,৫০০ ভোটার থাকতেন। এবার সেই সংখ্যা কমিয়ে ১,২০০ জনে আনা হয়েছে।
এই পরিবর্তনের ফলে বিহারে মোট বুথ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০,০০০। আগে বুথের সংখ্যা ছিল ৭৭,০০০। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে ২০২৬ সালের নির্বাচনে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সারা দেশেই এই প্ল্যান প্রযোজ্য
কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা শুধু বিহারেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে সারা দেশেই এটি লাগু করা হবে।
এতে ভোটের দিনে ভিড় নিয়ন্ত্রণে রাখা যাবে। ভোটারদেরও অনেক বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
খবরটি ইংরাজিতে পড়তে এখানে ক্লিক করুন।