Advertisement

কংগ্রেস-BJP জোট বেঁধে ভোটে? রাজনীতির মারপ্যাঁচে...

কংগ্রেস এবং BJP এবার একজোট হয়ে ভোটে লড়ছে। এমটাও সম্ভব হচ্ছে ভারতের রাজনীতিতে? এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কোথায় এমনটা ঘটল? কেনই বা একসঙ্গে আসতে হল প্রতিদ্বন্দ্বী দুই দলকে?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • মহারাষ্ট্র ,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং BJP এবার হাত মেলাল
  • একজোট হয়ে লড়বে পুর ভোটে
  • কোথায় ঘটল এমন কাণ্ড?

রাজনীতি সত্যিই আনপ্রেডিকটেবল! কখন যে কী সমীকরণ বদলে যায়, বাঘা বাঘা বিশ্লেষকও বিশ্লেষণ করতে অক্ষম হন। ঠিক তেমনই সকলকে চমকে দিয়ে BJP-র সঙ্গে জোট বাঁধল চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস। অবাক হচ্ছেন?

না, আপনি ভুল পড়েননি। BJP আর কংগ্রেস একজোট হয়ে ভোটে লড়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের। অম্বরনাথ পুরসভা নির্বাচনে হাত এবং পদ্মফুল শিবির একজোট হয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে সেখানে। ক্ষমতা দখলের জন্য অপ্রত্যাশিত এই জোট উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসেনাকে কোণঠাসা করে দিয়েছে। 

তবে বুধবার সকাল থেকে ওঠা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলের নেতা সচিন সাওয়ান্ত জানিয়েছেন, অম্বরনাথ পুর ভোটে BJP-র সঙ্গে কংগ্রেসের জোট বেঁধে লড়ার খবর স্রেফ গুজব। তিনি বলেন, 'অম্বরনাথে দলীয় পরিচয় ও প্রতীক সরিয়ে রেখে বিভিন্ন দলের কর্মীরা স্থানীয় স্তরের শিন্ডেসেনার দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়েছে, এ খবর সঠিক নয়।'

তথাকথিত এই জোটের খবর ছড়িয়ে পড়তে অস্বস্তিতে শিবসেনাও। দলের অন্দরে অসন্তোষ তৈরি হয়। উল্লেখ্য, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে শিবসেনা (শিন্ডে শিবির) ক্ষমতায় থাকলেও অম্বরনাথে তারা ক্ষমতায় নেই। 

শিন্ডে শিবিরের বিধায়ক বালাজি কিনিকার এই জোটকে 'অপবিত্র জোট' বলে উল্লেখ করেন এবং BJP-র বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। তিনি বলেন, 'যে দল কংগ্রেস মুক্ত ভারতের কথা বলত এখন তারাই কংগ্রেসের সঙ্গে শাসন করছে। এটা শিবসেনার পিঠে ছুরি মারার সামিল।'

তবে BJP এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। BJP-র সহ সভাপতি গুলাবরাও কঞ্জুলে পাটিল বলেন, 'শিবসেনার সঙ্গে জোট করলেই তা আসলে অপবিত্র হত।' তিনি শিন্ডে নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে গত ২৫ বছরের দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং দাবি করেন, অম্বরনাথে শিবসেনার সঙ্গে বৃহত্তর জোট গঠনের জন্য BJP একাধিকবার চেষ্টা করেছিল কিন্তু তাদের নেতৃত্বের থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। 

 

Read more!
Advertisement
Advertisement