সংবিধানের নতুন অনুলিপির প্রস্তাবনায় নেই "ধর্মনিরপেক্ষ" এবং "সমাজতান্ত্রিক" শব্দ দুটি। মঙ্গলবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে আইন প্রণেতাদের দেওয়া সংবিধানকে ঘিরে এমনই অভিযোগ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, "আজ আমরা যে সংবিধান নিয়ে নতুন সংসদ ভবনে হেঁটেছি, তার প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি ছিল না। যদি এই দুটি শব্দ সংবিধানে না থাকে, তাহলে তা উদ্বেগের বিষয়।" তাঁর আরও অভিযোগ সরকার খুব "চতুরতার সঙ্গে" এই কাজটি করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি সংসদে তুলতে চেয়েও তা করার সুযোগ পাননি।
এর আগে মঙ্গলবার কংগ্রেস নেতাকে সংসদে সংবিধানের প্রস্তাবনা পড়তে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে, তিনি প্রস্তাবনা পড়ার সময় "সমাজতান্ত্রিক" এবং "ধর্মনিরপেক্ষ" শব্দগুলি পড়েছিলেন।
মঙ্গলবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে সংসদ সদস্যরা ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প পেয়েছেন। একটি গিফটব্যাগে সাংসদদের জন্য এই উপহারগুলি দেওয়া হয়।
নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
নতুন সংসদ ভবনে স্থানান্তরের ফলে উভয় কক্ষের সংসদ কর্মীদের ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চেম্বার পরিচারক, কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, ড্রাইভার এবং মার্শাল যারা বিশেষ অধিবেশন চলাকালীন নতুন ইউনিফর্ম পরা দেখা যাবে।