
গাজায় ইজরায়েলের লাগাতার হামলার ঘটনায় ভারতের বিদেশনীতি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী। বধ্যভূমি গাজায় লক্ষ লক্ষ মৃত্যু, অনাহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ করে আছেন, সেই প্রশ্ন তুললেন সনিয়া।
সংসদে বাদল অধিবেশন চলছে। এর মধ্যে গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণ নিয়ে একটি সংবাদপত্রে সনিয়া তীব্র নিন্দা করলেন। গাজা উপত্যকায় ইজরায়েলি সেনাবাহিনীর কড়া অবরোধ ও সেখানকার মানবিক সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী। নিজের প্রবন্ধে তিনি এই অবরোধকে 'মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ' বলে বর্ণনা করেছেন। পাশাপাশি, তিনি আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
সনিয়া গান্ধীর অভিযোগ, ইজরায়েল শুধু সামরিক অভিযান চালাচ্ছে না, বরং ওষুধ, খাদ্য ও জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহেও বাধা দিচ্ছে। তাঁর কথায়, 'এই নিষ্ঠুর কৌশলের ফলে গাজার সাধারণ মানুষকে অনাহার, রোগ আর চরম সংকটের মুখে পড়তে হচ্ছে।'
‘ধ্বংস হয়ে গেছে পরিকাঠামো’
প্রবন্ধে সনিয়া আরও লিখেছেন, 'গাজার পরিকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হচ্ছে, তা এক ভয়ঙ্কর মানবসৃষ্ট বিপর্যয়ের জন্ম দিয়েছে।'
‘জীবন-মৃত্যুর লড়াইয়ে মানুষ’
তিনি জানিয়েছেন, গাজার বহু মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হাসপাতালগুলিতে ওষুধ নেই, খাবারের অভাব মারাত্মক, জ্বালানি না থাকায় পরিষেবা প্রায় বন্ধ। তিনি এই পরিস্থিতিকে 'মানুষকে না খাইয়ে মারার এক নীতিগত কৌশল' বলে উল্লেখ করেছেন এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছেন।
মোদীর নীরবতা নিয়ে ক্ষোভ
এই প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সনিয়া গান্ধী। তাঁর মতে, গাজার উপর ইজরায়েলের এই 'অমানবিক আচরণ'-এর বিরুদ্ধে ভারতের উচিত ছিল স্পষ্ট অবস্থান নেওয়া। তিনি লিখেছেন, 'এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর নীরবতা অত্যন্ত লজ্জাজনক। ভারত বরাবরই মানবতা ও ন্যায়বিচারের পক্ষে কথা বলেছে। এখন সময় এসেছে, সেই ঐতিহ্যের দিকেই জোরালোভাবে ফিরে তাকানোর।'