দিল্লির উচ্চ-নিরাপত্তাসম্পন্ন চাণক্যপুরী এলাকায় কংগ্রেস সাংসদ এম সুধার গলার সোনার হার ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। বুধবার সকালে দিল্লি পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া হারটিও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত ৪ আগস্ট ভোরে। তামিলনাড়ুর লোকসভা সদস্য সুধা সেদিন সকালে চাণক্যপুরীর পোল্যান্ড দূতাবাসের কাছে হাঁটছিলেন। ঠিক সেই সময় দুই চাকার গাড়িতে চড়ে আসা এক যুবক আচমকা তাঁর গলার হার ছিনিয়ে নেয়। ঘটনায় সুধা আহত হন।
সাংসদ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে মন্তব্য করেন, 'স্যার, আমার ঘাড়ে আঘাত লেগেছে, চার ভরিরও বেশি ওজনের সোনার হার হারিয়ে গেছে, এবং এই অপরাধমূলক আক্রমণে আমি গভীরভাবে মর্মাহত।'
দিল্লি পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম প্রকাশ না করলেও পুলিশ জানায়, সে দিল্লির ওখলার বাসিন্দা। জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, যাতে এই ধরনের ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত অন্য কেউ থাকলে তাদেরও গ্রেফতার করা যায়।
দিল্লির কূটনৈতিক অঞ্চল চাণক্যপুরীতে এই ধরনের অপরাধে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা এবং রাজনৈতিক মহলও সাংসদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।