Advertisement

Peyari Didi Scheme: দিল্লিতে কংগ্রেসের 'লক্ষ্মীর ভাণ্ডার', ক্ষমতায় এলেই মাসে ২৫০০ টাকার ঘোষণা

দিল্লি নির্বাচনের আগে 'পেয়ারি দিদি' স্কিম আনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। সোমবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার এই স্কিমের ঘোষণা করেন।

দিল্লি নির্বাচনের আগে বড় ঘোষণা কংগ্রেসেরদিল্লি নির্বাচনের আগে বড় ঘোষণা কংগ্রেসের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Jan 2025,
  • अपडेटेड 5:29 PM IST

দিল্লি নির্বাচনের আগে 'পেয়ারি দিদি'(Peyari Didi) স্কিম আনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। সোমবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার এই স্কিমের ঘোষণা করেন। এর অধীনে, যোগ্য(Eligible) মহিলাদের মাসে ২,৫০০ টাকা করে দেওয়া হবে। ডিকে শিবকুমার বলেন, দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলেই এই 'পেয়ারি দিদি' স্কিম চালু হবে।

রাজনৈতিক শিবিরের মতে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের সাফল্য থেকেই অনুপ্রেরণা পাচ্ছে অন্য় রাজনৈতিক দলগুলি। সেই কারণেই ঝাড়খণ্ড, দিল্লি সর্বত্রই মহিলাদের 'ক্যাশ-ইন-হ্যান্ড'(women cash aid scheme) স্কিমের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 

এদিন শিবকুমার বলেন, 'আজ আমি এখানে পেয়ারি দিদি স্কিমের ঘোষমা করতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস যে দিল্লিতে কংগ্রেস সরকার গড়বে আর মহিলাদের হাতে ২,৫০০ টাকা করে তুলে দেবে। ক্যাবিনেটের প্রথম মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে। কর্ণাটকের মতো একই মডেল এখানেও চালু হবে।' 

বিশ্লেষকরা বলছেন, দিল্লিতে কংগ্রেসের অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি হতে চলেছে এই পেয়ারি দিদি স্কিম। নির্বাচনের ক্ষেত্রে এটি কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার। 

উল্লেখ্য, দিল্লিতে কিন্তু মহিলাদের আর্থিক সহায়তার এমন স্কিম ইতিমধ্যেই এনেছে সেখানকার আপ সরকার। স্কিমের নাম 'লাডলি বেহেন যোজনা'। এর আওতায় মহিলাদের মাসিক ১,০০০ টাকা করে বরাদ্দ।

গত ডিসেম্বরে এজেন্ডা আজতকের মঞ্চে এই নিয়ে আলোচনাও করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 'জেলে যাওয়ার কারণে এই প্রকল্পের বাস্তবায়নে একটু দেরি হয়েছে। জেল থেকে ফিরেই কাজ শুরু করি। পুরো প্রক্রিয়াটি ১,০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল। এপ্রিল-মে মাসে এটি বাস্তবায়নের কথা ছিল।'

এর পাশাপাশি সেই সময় কেজরিওয়াল আরও জানিয়েছিলেন, 'নির্বাচন শেষ হলে, নতুন সরকার এলে এই পরিমাণ বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। এখন ১,০০০ টাকা ঘোষণা করা হয়েছে।'

Read more!
Advertisement
Advertisement