মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যদ্রব্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ। আটক করা হল রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতাকে। তার পরই কংগ্রেসের সাংসদরা বিজয় চকে ধরনা শুরু করে দিয়েছেন। সাংসদদের মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চকে তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। ওই এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কংগ্রেস দফতর থেকে মিছিল নিয়ে এগানোর সময় আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও।
বিক্ষোভের মাঝে রাহুল গান্ধী বলেন, 'মূল্যবৃদ্ধির প্রতিবাদে সব সাংসদরা রাষ্ট্রপতি ভবন যেতে চাইছেন। তাঁদের বাধা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ইস্যুগুলি তোলা আমাদের কাজ। কয়েকজন সাংসদকে ওরা আটক করেছে। হয়েছে হাতাহাতিও।'
কংগ্রেস সাংসদরা এ দিন কালো পোশাক পরে হাজির হন সংসদ ভবনে। সংসদ চত্বরে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগও করেন। প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও এবং চলো রাষ্ট্রপতি ভবন কর্মসূচি নেয় কংগ্রেস। তার আগে ১৪৪ ধারা জারি করে দিল্লি প্রশাসন। রাহুল গান্ধী এ দিন বলেন,'গণতন্ত্রের মৃত্যু দেখতে পাচ্ছি। ইঁটের পর ইঁট গেঁথে তৈরি হয়েছে ভারত। চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। যাঁরাই স্বৈরাচারের প্রতিবাদ তাঁদের গ্রেফতার করা হচ্ছে, জেলে পোরা হচ্ছে।'
রাহুলকে পাল্টা দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন,'কংগ্রেসের অন্দরেই তো পরিবারতন্ত্র। সেখানেই তো গণতন্ত্র নেই। আর নির্মলা সীতারমনের সংসদের ভাষণ শুনলে মূল্যবৃদ্ধি ভুল তথ্য দিতেন না রাহুল। আসলে এটা মূল্যবৃদ্ধির জন্য নয় ইডির হাত থেকে পরিবার বাঁচানোর প্রতিবাদ।'