Advertisement

CDS Anil Chauhan Kharge Vs Modi Govt: 'দেশের কাছে কিছু গোপন করা হয়েছে?' CDS-এর মন্তব্য নিয়ে সরকারকে প্রশ্ন কংগ্রেসের

CDS Anil Chauhan Kharge Vs Modi Govt: চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের মন্তব্য ঘিরে ফের উত্তাল রাজনীতি! কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করলেন, অপারেশন সিন্দুর নিয়ে সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে। মোদি সরকারকে সংসদে জবাবদিহি করার দাবি তুলল কংগ্রেস।

অপারেশন সিঁদুর নিয়ে CDS-এর মন্তব্য ঘিরে মোদি সরকারকে আক্রমণ খাড়্গেরঅপারেশন সিঁদুর নিয়ে CDS-এর মন্তব্য ঘিরে মোদি সরকারকে আক্রমণ খাড়্গের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 May 2025,
  • अपडेटेड 8:59 PM IST

CDS Anil Chauhan Kharge Vs Modi Govt: অপারেশন সিন্দুর নিয়ে CDS অনিল চৌহানের দাবিকে ঘিরে মোদি সরকারকে কড়া প্রশ্ন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই ঘটনা ঘিরে রাজনীতি এখন তুঙ্গে। কংগ্রেস এক স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রস্তুতির পুনর্মূল্যায়নের দাবি তুলেছে।

সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষা অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহানের কিছু মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এই প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন।

খাড়গের অভিযোগ, সরকার অপারেশন সিন্দুর নিয়ে সত্য গোপন করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। তিনি সংসদে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং সরকারের জবাবদিহির দাবি জানান। তার মতে, দেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে এমন গোপনীয়তা গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী।

আরও পড়ুন

অন্যদিকে, CDS অনিল চৌহান বলেছেন, অপারেশনের সময় সেনাবাহিনীর ১৫ শতাংশ সময় কেবল ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্যের জবাব দিতেই কেটে গিয়েছে। পাকিস্তানের দাবি, তারা এই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে – যা CDS চৌহান পুরোপুরি ভুল বলে খারিজ করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement