বিয়ের পর ‘অনামিকা’ থেকে ‘উজমা ফাতিমা’ হয়ে যাওয়া তরুনীর বাবা তাঁর মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন । সেই শ্রাদ্ধানুষ্ঠানের একটি কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সুজিত স্বামী নামে এক টুইটার ব্যবহারকারী তরুনীর বিয়ে ও শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড শেয়ার করে টুইট করেছেন,’জব্বলপুরে হিন্দু ব্রাহ্মণ কন্যা অনামিকা আয়াজ নামে এক মুসলিম যুবককে বিয়ে করার পর উজমা হয়েছিলেন, তারপর পরিবারের সদস্যরা তার পিন্ডদান করেছিলেন এবং নরকে যাওয়া অনামিকা (আয়াজ খানের বাড়ি) আত্মার শান্তি কামনার জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন।’
সুজিত স্বামীর শেয়ার করা শ্রাদ্ধানুষ্ঠানের কার্ডে একেবারে উপরে লেখা আছে “শোক সন্দেশ” । চন্দ্রিকা প্রসাদ দুব ও পরিবারবর্গের নামে ছাপানো ওই কার্ডে বলা হয়েছে,’অত্যন্ত দু:খের সঙ্গে জানানো হচ্ছে যে শ্রী চন্দ্রিকা প্রসাদ দুবের কুপুত্রী অনামিকা দূবের গত ০২/০৪/২০২৩ তারিখ রবিবার স্বর্গবাস হয়েছে । তার আত্মার শান্তির জন্য মৃত্যুভোজ ও পিন্ডদান ১১/০৬/২০২৩ রবিবার স্থির করা হয়েছে । দয়া করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরকগামী আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন ।’ কার্ডের নিচে লেখা হয়েছে, ‘কার্যস্থল, সিদ্ধিঘাট, গৌরিঘাটের পাশে।
ঘটনাটি মধ্যপ্রদেশের গোহালপুরের মক্কানাগায় । ওই এলাকার বাসিন্দা চন্দ্রিকা প্রসাদ দুবের মেয়ে অনামিকা দুবে (২২) । আয়াজ খান (২৫) নামে এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল । চলতি বছরের ৪ জানুয়ারী বিবাহ কর্মকর্তা বিমলেশ সিং-এর অফিসে গিয়ে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে । তার প্রায় ৫ মাস পর ৭ জুন ইসলামে ধর্মান্তরিত হয়ে ইসলামিক রীতি অনুযায়ী তাদের আনুষ্ঠানিক বিয়ে হয় । সেই কার্ড অনুযায়ী অনামিকা ধর্মান্তরিত হয়ে উজমা ফাতিমা হয়ে যায় ।
এদিকে বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তোলপাড় শুরু হয়ে যায় এলাকায় । মেয়েটির মা অনুপর্ণা দুবে বলেছেন যে তাদের নাম উল্লেখ করা কার্ডটি ভাইরাল হওয়ার পরেই তারা সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের কথা জানতে পারেন । তরুনীর বাবা চন্দ্রিকা প্রসাদ দুবে বলেন, তাঁর মেয়ের ব্রেনওয়াশ করে এবং বিভ্রান্ত করে বিয়ে করেছে ওই মুসলিম যুবক।
বিয়ের কার্ড ভাইরাল হওয়ার পর তরুনীর পরিবার ও হিন্দু সংগঠনগুলি ওই তরুণীকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করেছিল । হিন্দু সংগঠনগুলির সদস্যদের নিয়ে মেয়েটির পরিবার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) অফিস ঘেরাও করেছিল । তাঁরা হুঁশিয়ারি দেয়, এটা লাভ জিহাদ এবং এটা বরদাস্ত করা হবে না । যদিও তারা তরুনীকে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি । অবশেষে রীতিমতো কার্ড ছাপিয়ে এদিন তরুনীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে তার পরিবারের লোকজন।