বছর শেষে নতুন করে ভয় ধরাচ্ছে করোনাভাইরাস। করোনার নতুন উপ প্রজাতির হদিশ মিলল দেশে। কোভিডের নতুন উপ প্রজাতি JN.1-এ আক্রান্ত হয়েছেন ৭৯ বছর বয়সি এক মহিলা। কেরলের ওই বৃদ্ধার শরীরে করোনার এই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। যা ঘিরে নতুন করে এই ভাইরাস ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।
গত ১৮ নভেম্বর ওই বৃদ্ধার করোনা পরীক্ষা করানো হয়েছিল। গত ৮ ডিসেম্বর তাঁর শরীরে করোনার এই নতুন উপ প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে। কেরলের কারাকুলামের বাসিন্দা ওই বৃদ্ধা। করোনার এই নয়া রূপের কারণে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে আবার সংক্রমণ বাড়ছে। গত কয়েক দিনে ভারতের কেরলেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। অবশেষে কোভিডের এই নতুন রূপের সন্ধান পাওয়া যাওয়ায় উদ্বেগ ছড়াল দেশে।
কেমন আছেন ওই বৃদ্ধা?
ওই বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ রয়েছে শরীরে।
এই ঘটনায় তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কেরলে হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে। সে রাজ্যে বিভিন্ন হাসপাতালে মক ড্রিল করা হয়েছে। কেরলের স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'গত কয়েক সপ্তাহে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অধিকাংশ জনেরই মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে থেকেই তাঁরা সকলে সুস্থ হচ্ছেন। কোনও চিকিৎসার প্রয়োজন আপাতত পড়ছে না।' কেরলের বিভিন্ন প্রবেশপথে নজরদারি চালানো হচ্ছে।
গত বছরের শেষ থেকেই করোনার দাপট অনেকটা কমে গিয়েছে এ দেশে। বিশ্বের অন্যান্য দেশেও করোনা আতঙ্ক অনেকটাই থিতু হয়েছে। বহু দেশেই কোভিড বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছে। মাস্ক পরার মতো নিয়মও শিথিল হয়েছে এ দেশে। মাস্ক ছাড়াই এখন প্রায় সকলেই বাইরে বেরোচ্ছেন। করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সকলে। আবার নতুন করে করোনার এই নয়া উপ প্রজাতির হদিশ মেলায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।