ভাল নেই মহারাষ্ট্র। দেশের মধ্যে করোনা হানায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বর্তমানে মারাত্মক। অতএব লকডাউন ছাড়া সংক্রমণ কমানো যাবে না। টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা আজ রাত সাড়ে ৮টা নাগাদ সোশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানাবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
সূত্রের খবর, এবারের লকডাউন আরও অনেক কঠোর হতে চলেছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে SOP। জানা গিয়েছে, গত বছরের মত লকডাউন হবে না। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। আগামীকাল থেকে ১৫ দিনের জন্য কড়া বিধি নিষেধ জারি হবে। বেসরকারি অফিস ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বন্ধ থাকবে। স্কুল-কলেজও বন্ধই থাকবে। রেস্তোরাঁ খোলা থাকলেও তা কেবল হোম ডেলিভারির জন্য। জনসমাগম সব বন্ধ থাকবে।
মহারাষ্ট্রের পাশাপাশি কেরালাতেও জারি হয়েছে নয়া কোভিড বিধি। সোমবার দক্ষিণের এই রাজ্যে মুখ্যসচিব ভিপি জয় কোর কমিটির সঙ্গে বৈঠক করেন। কীভাবে নির্বাচনী রাজ্যে আরও কঠোর বিধি নিষেধ জারি করে সংক্রমণে রাশ টানা যেতে পারে তা বৈঠকে আলোচনা হয়। লকডাউন না হলেও আধা লকডাউন হয়েছে সে রাজ্যে। একটাই কারণ দেশের অন্যান্য রাজ্যের মতো পিনারাই বিজয়নের রাজ্যেও বেড়ে চলেছে করোনা দাপট।
মুম্বইতে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৬৯০৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। ইতিমধ্যেই ৯১৯টি বিল্ডিংকে সিল করে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় নাগপুরে মৃত্যু হয়েছে ৬৯ জনের। মুম্বইতে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। লকডাউনের চিন্তায় দোকানে দোকানে খাদ্য সামগ্রী কেনার হিড়িক পড়ে গিয়েছে।