Advertisement

Cough syrup deaths: শিশুরা মরছে জেনেও কমিশন নিয়ে বিষাক্ত সিরাপ পেসক্রাইব, জেরায় জানাল ডাক্তার

কাশি সারানোর ওষুধেই মৃত্যু! মধ্যপ্রদেশে কোল্ডরিফ কাশির সিরাপ সেবনের পর একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনির জামিন আবেদন খারিজ করেছে জেলা আদালত। তদন্তে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ওই ডাক্তার স্বীকার করেছেন, সিরাপটি প্রেসক্রাইব করার জন্য ওষুধ কোম্পানির কাছ থেকে ১০ শতাংশ কমিশন পেতেন তিনি।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 4:19 PM IST
  • কাশি সারানোর ওষুধেই মৃত্যু! মধ্যপ্রদেশে কোল্ডরিফ কাশির সিরাপ সেবনের পর একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • ঘটনায় গ্রেফতার শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনির জামিন আবেদন খারিজ করেছে জেলা আদালত।

কাশি সারানোর ওষুধেই মৃত্যু! মধ্যপ্রদেশে কোল্ডরিফ কাশির সিরাপ সেবনের পর একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনির জামিন আবেদন খারিজ করেছে জেলা আদালত। তদন্তে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ওই ডাক্তার স্বীকার করেছেন, সিরাপটি প্রেসক্রাইব করার জন্য ওষুধ কোম্পানির কাছ থেকে ১০ শতাংশ কমিশন পেতেন তিনি।

কমিশনের লোভে শিশুদের মৃত্যুর ঝুঁকি
পুলিশ সূত্রে জানা গেছে, ডাঃ সোনি ও আরও কয়েকজন চিকিৎসক জানতেন যে কোল্ডরিফ সেবনের পর শিশুদের প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে এবং কিডনি বিকলতার মতো জটিলতা দেখা দিচ্ছে, তবুও তাঁরা ওষুধটি লিখে দিতে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় ডাক্তার নিজেই স্বীকার করেন, ওষুধ প্রচারের জন্য তিনি কোম্পানির কাছ থেকে কমিশন নিতেন।

মৃত শিশুদের সংখ্যা বাড়ছে
পুলিশের রিপোর্ট অনুযায়ী, কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ৭টি শিশু মারা গেছে, আরও ছয়জন এখন নাগপুরের হাসপাতালে কিডনি বিকলতার চিকিৎসাধীন। ২৪ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই সিরাপ দেওয়া হয়েছিল। প্রথম মৃত্যু ঘটে ২৯ অগাস্ট। কাশির জন্য ওষুধ দেওয়ার পর চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এরপর ৫ সেপ্টেম্বর তিন বছরের আরও এক শিশুর মৃত্যু হয় একই লক্ষণ নিয়ে। প্রস্রাব বন্ধ ও তীব্র কিডনি বিকলতা।

নির্দেশিকা উপেক্ষার অভিযোগ
আদালত রায়ে উল্লেখ করেছে, ২০২৩ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী চার বছরের কম বয়সী শিশুদের কোল্ডরিফের মতো ওষুধ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেই ডাঃ সোনি প্রেসক্রাইব করতে থাকেন। বিচারক বলেছেন, 'এই আচরণ অবহেলাজনিত নয়, এটি গুরুতর নীতিভঙ্গ।'

ডাক্তারের পক্ষে সাফাই ও আদালতের মন্তব্য
আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, কোল্ডরিফ বহু বছর ধরে ব্যবহৃত একটি সাধারণ সিরাপ। এবং ডাঃ সোনি জানতেন না যে এতে কোনও বিষাক্ত উপাদান রয়েছে। কিন্তু আদালত তা মানতে নারাজ। বিচারক বলেন, 'অভিযোগের গুরুত্ব ও মৃত্যুর সংখ্যা বিবেচনা করে তদন্ত চলাকালীন জামিন দেওয়া যায় না।'

Advertisement

বিষাক্ত রাসায়নিকের প্রমাণ
ল্যাব পরীক্ষায় কোল্ডরিফ সিরাপে ইথিলিন গ্লাইকল নামে এক বিষাক্ত যৌগ পাওয়া গেছে, যা কিডনি বিকলতার মূল কারণ বলে মনে করা হচ্ছে। এই প্রমাণ হাতে পেয়ে পুলিশ ৪ অক্টোবর এফআইআর দায়ের করে।

সরকারি পদক্ষেপ
ঘটনার পর মধ্যপ্রদেশ সরকার রাজ্যজুড়ে কোল্ডরিফ সিরাপের বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। পুলিশ এখন সরবরাহ শৃঙ্খল, কোম্পানির কর্মকর্তারা এবং চিকিৎসক মহলের আর্থিক লেনদেন, সব দিকেই তদন্ত করছে।

 

Read more!
Advertisement
Advertisement