আচমকা করোনার বাড়াবাড়ি। গত কয়েক সপ্তাহে এশিয়ার বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশেষ করে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুরে আবারও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। আশঙ্কা বেড়েছে ভারতেও। মুম্বইয়ে নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে ফের করোনা ঘিরে সংশয় তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। দেশে নতুন করে করোনা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার নয়া ঢেউ
জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিড-১৯ আক্রান্তের বৃদ্ধির মূল কারণ হল JN.1 ভ্যারিয়েন্ট, যা Omicron BA.2.86 ভ্যারিয়েন্টের বংশধর। WHO অনুসারে, JN.1 ভ্যারিয়েন্টে প্রায় ৩০টি মিউটেশন রয়েছে এবং এর মধ্যে LF.7 এবং NB.1.8 হল সম্প্রতি রিপোর্ট করা দুটি ক্ষেত্রে সবচেয়ে সাধারণ ভ্যারিয়েন্ট। তবে ভারতে JN.1 ভ্যারিয়েন্টের সংক্রমণের কোনও হদিশ নেই।
কী কী উপসর্গ?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে: গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি,কাশি, মাথাব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, পেশীতে ব্যথা।
চিকিৎসকদের মতে, 'কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা হল সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ, তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিন।' বেশিরভাগ মানুষের মধ্যে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা দেখা গিয়েছে।