টানা চার দিন দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের উপরে। পরিস্থিতি বদলের কোনও চিহ্ন নেই। বরং রবিবার গোটা দেশের করোনা চিত্রটা আরও শোচনীয় হয়ে উঠল। দেশে এবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের গা ঘেঁষে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। এখানেই শেষ নয় দৈনিক মৃত্যু হারও নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ২,৭৬৭ জনের। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৩১১।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৭ হাজার ১১৩ জন। ফলে দেশে বর্তমানে করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৮৫ হাজার ১১০। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। ভারতে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনের।
এদিকে রাজধানী দিল্লি ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও উদ্বেগ জনক হয়েছে। গত ২৪ ঘণ্টায় জাতীয় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,১০৩ জন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। দিল্লির বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি রয়েছেন ৯৩,০৮০ জন করোনা রোগী। যা পরিস্থিতি তাতে দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ান হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭,১৬০। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৭৬ জনের। মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৬ লক্ষ ৯৪ হাজার ৪৮০। পাশাপাশি কর্ণাটক, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, উত্তরাখণ্ড, গুজরাত, উত্তরপ্রদেশ, পঞ্জাবের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। বাংলায় সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪,২৮১ জন।