Corona-র নতুন ভ্যারিয়েন্ট Omicron আসলে Delta strain-এর থেকেও ৩ গুণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। রাজ্য সরকারকে একটি চিঠি লিখে এইভাবে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। তাদের তরফে রাজ্যগুলিকে প্রস্তুত থাকার সতর্কতাও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে এখনও বিপদ কাটেনি। স্থানীয় ও জেলা পর্যায়ে আরও বৃহত্তর দূরদর্শিতা, তথ্য বিশ্লেষণ, গতিশীল সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর ও দ্রুত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। না হলে ফের বিপদ বাড়তে পারে।
চিঠিতে আরও উল্লেখ, 'Omicron ডেল্টার চেয়ে কমপক্ষে ৩ গুণ বেশি সংক্রমণযোগ্য। তাই, স্থানীয় ও জেলাস্তরে আরও সচেতনতা দরকার। সরকার ও স্থানীয় প্রশাসনকে এখন থেকেই সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।' স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠিতে লিখেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত দেশে ২০০ জন রোগী ওমিক্রনে আক্রান্ত। এর মধ্যে ৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। জানিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক।