Advertisement

দেশে একদিনে COVID কেস প্রায় সাড়ে ৩ লক্ষ, চিন্তা বাড়াচ্ছে মৃত্য়ুও

Covid Cases in India: আবারও এক লাফে বাড়ল দেশের দৈনিক COVID আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৪৭ হাজারেও  বেশি করোনা রোগী মিলেছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে পজিটিভের সংখ্যাও ২০ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩,৪৭,২৫৪।

করোনা আক্রান্ত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Jan 2022,
  • अपडेटेड 10:36 AM IST
  • আবারও এক লাফে বাড়ল দেশের দৈনিক COVID আক্রান্তের সংখ্যা
  • গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৪৭ হাজারেও  বেশি করোনা রোগী মিলেছে
  • করোনায় আক্রান্ত হয়ে পজিটিভের সংখ্যাও ২০ লাখ ছাড়িয়েছে

Covid Cases in India: আবারও এক লাফে বাড়ল দেশের দৈনিক COVID আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৪৭ হাজারেও  বেশি করোনা রোগী মিলেছে। করোনায় আক্রান্ত হয়ে পজিটিভের সংখ্যাও ২০ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩,৪৭,২৫৪। একদিনে সুস্থ হয়েছেন ২,৫১,৭৭৭ জন এবং মৃতের সংখ্যা ৭০৩ জন। মৃতের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক।

প্রসঙ্গত, গতকালের চেয়ে দেশে ২৯,৭২২ টি অধিক পিজিটিভ কেস দেখা গেল গত ২৪ ঘণ্টায়। গতকাল করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৭,৫৩২। এখনও পর্যন্ত COVID-এ দৈনিক ইতিবাচকতার হার ১৭.৯৪ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৫৬ শতাংশ।

ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০৩।  গত ২৮-এ অক্টোবর ২০২১-এর পর করোনায় এত সংখ্যক মানুষ প্রাণ হারাননি। ২৮ অক্টোবর ২০২১-এ ৮০৭ জন প্রাণ হারিয়েছিলেন। এর পর কয়েক মাস মৃতের সংখ্যা খানিকটা লাগাম লাগলেও উদ্বেগ জিইয়ে রেখে বাড়ল মৃতের সংখ্যা।

বর্তমানে, ভারতে ২০,১৮,৮২৫ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। করোনায় এখনও পর্যন্ত দেশে ৪,৮৮,৩৯৬ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৬৯২। যা গতকালের চেয়ে ৪.৩৬ শতাংশ বেশি।

করোনা আক্রান্তের সংখ্যা কোথায় কত?

মহারাষ্ট্রে (Maharashtra), গত ২৪ ঘণ্টায় ৪৬,১৯৭ টি নতুন কোভিড কেস রিপোর্ট করা হয়েছে। সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তামিলনাড়ুতে (Tamil Nadu) গত ২৪ ঘণ্টায় ২৮.৫৬১ টি নতুন কোভিড কেস এবং ৩৯ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। একই সময়ে, গতকাল রাজধানী দিল্লিতে (Delhi) ১২,৩০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪৬ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

রাজ্যের করোনা পরিস্থিতি 

উদ্বেগের চিত্রটা রাজ্যেও (West Bengal) কিছু আলাদা নয়। শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৫৯  জন। বুধবারও এই সংখ্যাটা ছিল  ১১,৪৪৭। বুধবারের তুলনায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। এদিন মোট ৬৭,৩৬৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement