Advertisement

Sitaram Yechuri: সীতারাম ইয়েচুরি ভেন্টিলেশনে, চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন CPIM সাধারণ সম্পাদক

গত ৩১ অগাস্ট CPIM-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, সীতারাম ইয়েচুরি চিকিত্‍সাধীন এইমস হাসপাতালে। শ্বাসনালীতে সমস্যা রয়েছেন। তাঁর চিকিত্‍সা করছেন স্পেশালিস্ট ডাক্তারদের একটি দল।

সীতারাম ইয়েচুরিসীতারাম ইয়েচুরি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Sep 2024,
  • अपडेटेड 11:12 AM IST
  • , শারীরিক অবস্থা সঙ্কটজনক ইয়েচুরির
  • বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে এইমস
  • ভেন্টিলেশনে রয়েছেন ইয়েচুরি

শারীরিক অবস্থার আরও অবনতি হল CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)। নিউমোনিয়ার সমস্যা নিয়ে সপ্তাহ খানেক আগেই তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির AIIMS হাসপাতালে। দলের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল ইয়েচুরির। তাঁক ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বৃহস্পতিবার রাতে। তিনি চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন।

বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে এইমস

সীতারাম ইয়েচুরির পরিবার সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন এইমস-এ। ৭২ বছর বয়সী এই কমিউনিস্ট নেতা গত ১৯ অগাস্ট এইমস-এ জরুরি বিভাগে ভর্তি হন। পরে তাঁকে ICU-তে পাঠানো হয়। ইয়েচুরির চিকিত্‍সায় বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে এইমস। জানা গিয়েছে, তাঁর ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ। কয়েক দিন আগেই তাঁর ছানি অপারেশন হয়েছিল।

ভেন্টিলেশনে রয়েছেন ইয়েচুরি

গত ৩১ অগাস্ট CPIM-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, সীতারাম ইয়েচুরি চিকিত্‍সাধীন এইমস হাসপাতালে। শ্বাসনালীতে সমস্যা রয়েছেন। তাঁর চিকিত্‍সা করছেন স্পেশালিস্ট ডাক্তারদের একটি দল। তবে সিপিএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

সিপিএম সূত্রে খবর, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে৷ এতদিন তাঁর ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হলেও বৃহস্পতিবার থেকে তার ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে৷

Read more!
Advertisement
Advertisement