Advertisement

Tamil Nadu: বাড়ি থেকে বিয়ের সব গয়না চুরি, নির্বিকার পুলিশ, উর্দি পরেই কান্নায় ভেঙে পড়লেন CRPF অফিসার

জম্মু ও কাশ্মীরে কর্মরত এক সিআরপিএফ অফিসার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন। তামিলনাড়ুর ভেলোর জেলায় পারিবারিক বাড়িতে চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে ৩২ বছরের এই অফিসার অশ্রুসিক্ত কণ্ঠে জানান, ২৪ জুন পোন্নাইয়ের কাছে নারায়ণপুরম গ্রামে তাঁর বাড়ির তালা ভেঙে বিয়ের জন্য রাখা সব গয়না চুরি হয়ে যায়।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 1:46 PM IST
  • জম্মু ও কাশ্মীরে কর্মরত এক সিআরপিএফ অফিসার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন।
  • তামিলনাড়ুর ভেলোর জেলায় পারিবারিক বাড়িতে চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরে কর্মরত এক সিআরপিএফ অফিসার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন। তামিলনাড়ুর ভেলোর জেলায় পারিবারিক বাড়িতে চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে ৩২ বছরের এই অফিসার জলে ভেজা চোখে জানান, ২৪ জুন পোন্নাইয়ের কাছে নারায়ণপুরম গ্রামে তাঁর বাড়ির তালা ভেঙে বিয়ের জন্য রাখা সব গয়না চুরি হয়ে যায়।

ঘটনার সময় তার বাবা ও ভাই খামারে এবং মা গরু চরাতে বাইরে ছিলেন। বিকেল ৫.৩০ নাগাদ মা বাড়ি ফিরে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এবং দেখেন সব গয়না উধাও। কলাবতী নামে ওই অফিসারের অভিযোগ, তাঁর ভাই সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানালেও, সেদিন কেউ তদন্তে আসেনি। পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকায় দেরি হয়েছে। ২৫ জুন আঙুলের ছাপ সংগ্রহ করা হলেও, এফআইআর দায়ের হয় ২৮ জুন।

কলাবতী দাবি করেন, বারবার অনুরোধ করেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। বিয়ের জন্য জমিয়ে রাখা সোনা হারিয়ে পরিবার ভেঙে পড়েছে। ভিডিওটি বিজেপি নেতা কে আন্নামালাই এক্স-এ শেয়ার করে প্রশ্ন তোলেন, 'কেমন শাসনব্যবস্থা, যেখানে জাতীয় পতাকা কাঁধে বহন করা এক মহিলা অফিসারকে অনলাইনে ন্যায়বিচারের ভিক্ষা করতে হয়?'

অন্যদিকে, ভেলোর জেলা পুলিশ জানিয়েছে, কলাবতীর বাবা কুমারস্বামী ২৪ জুনই অভিযোগ দায়ের করেছিলেন। তাXর বক্তব্য অনুযায়ী, ১৫টি সোনার গয়না, ৫০,০০০ টাকা এবং একটি সিল্ক শাড়ি চুরি হয়েছে। ২৫ জুন ভারতীয় ন্যায় সংহিতা আইনের অধীনে মামলা রুজু হয়। তদন্তে আঙুলের ছাপ সংগ্রহ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং টাওয়ার ডাম্প প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজনদের কল ডেটা রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement