Advertisement

Anti Naxals Operation: বোকারোর জঙ্গলে ৮ নকশাল খতম, জওয়ানদের হাতে শেষ সেই নেতাও, মাথার দাম ছিল ১ কোটি

সোমবার ভোরবেলা ঝাড়খণ্ডের বোকারো জেলার লুগু পাহাড়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নকশালবিরোধী এই অভিযানে নিকেশ হয়েছে মোট ৮ জন নকশাল, যাদের মধ্যে একজন শীর্ষ নেতা ছিল, যার মাথার জন্য সরকার ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

অ্যান্টি নকশাল অপারেশন।-এআই ছবিঅ্যান্টি নকশাল অপারেশন।-এআই ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 10:55 AM IST
  • সোমবার ভোরবেলা ঝাড়খণ্ডের বোকারো জেলার লুগু পাহাড়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।
  • নকশালবিরোধী এই অভিযানে নিকেশ হয়েছে মোট ৮ জন নকশাল, যাদের মধ্যে একজন শীর্ষ নেতা ছিল, যার মাথার জন্য সরকার ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

সোমবার ভোরবেলা ঝাড়খণ্ডের বোকারো জেলার লুগু পাহাড়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নকশালবিরোধী এই অভিযানে নিকেশ হয়েছে মোট ৮ জন নকশাল, যাদের মধ্যে একজন শীর্ষ নেতা ছিল, যার মাথার জন্য সরকার ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

CRPF-এর বিশেষ কমান্ডো ইউনিট CoBRA এবং ঝাড়খণ্ড পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। ভোর ৫:৩০ নাগাদ শুরু হয় গুলির লড়াই, যা কয়েক ঘণ্টা ধরে চলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একাধিক অস্ত্র, একটি সেলফ লোডিং রাইফেল (SLR), একটি পিস্তল এবং আটটি দেশী বন্দুক।

অভিযানকারীরা জানান, এই এলাকা দীর্ঘদিন ধরেই মাওবাদীদের ঘাঁটি ছিল এবং রাজ্যে অশান্তি ও হিংসা মূল কেন্দ্র হিসেবে পরিচিত। নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানে শুধু বড় নকশালি হুমকির মোকাবিলা করা সম্ভব হয়েছে তাই নয়, ভবিষ্যতে অঞ্চলটিকে আরও নিরাপদ করে তোলার পথ প্রশস্ত হয়েছে।

সূত্রের খবর, নিহতদের মধ্যে যে মাওবাদী নেতার মাথার দাম ১ কোটি টাকা ছিল, তিনি বহুদিন ধরে বিভিন্ন রাজ্যে বিস্ফোরণ, হত্যা এবং তোলাবাজির মামলায় পলাতক ছিলেন। প্রশাসন মনে করছে, এই মৃত্যুর ফলে মাওবাদী সংগঠনের মনোবলে বড়সড় ধাক্কা লাগবে।

 

Read more!
Advertisement
Advertisement