Advertisement

Cyclone Asani Update : শক্তি বাড়াচ্ছে সাইক্লোন 'অশনি', আজ থেকেই এই জায়গাগুলিতে বৃষ্টি

Cyclone Asani Update : আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আজই এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ মার্চের মধ্যে তা ঘূর্ণিঝড় আশানিতে রূপান্তরিত হতে পারে। তবে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আজ থেকেই।

সাইক্লোন অশনি (ফাইল ছবি) সাইক্লোন অশনি (ফাইল ছবি)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Mar 2022,
  • अपडेटेड 1:01 PM IST
  • আগামিকাল সোমবার আছড়ে পড়তে পারে সাইক্লোন অশনি
  • আর তার আগে থেকেই শক্তি বাড়াতে শুরু করেছে
  • যার জেরে আজ থেকেই একাধিক জায়গায় হবে বৃষ্টি

আগামিকাল সোমবার আছড়ে পড়তে পারে সাইক্লোন অশনি। আর তার আগে থেকেই শক্তি বাড়াতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের দক্ষিণে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি উত্তর দিকে অগ্রসর হচ্ছে।  

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আজই এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ মার্চের মধ্যে তা ঘূর্ণিঝড় আশানিতে রূপান্তরিত হতে পারে। তবে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আজ থেকেই। 

আরও পড়ুন

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ২২ মার্চ সকালের দিকে বাংলাদেশ-উত্তর মায়ানমার উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 

এদিকে নিম্নচাপের জেরে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে সতর্কবার্তাও। 

ইতিমধ্যে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশাসন ফোরশোর সেক্টরের জাহাজগুলির নির্ধারিত যাত্রা বাতিল করেছে এবং যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। সেই নম্বরগুলি হল ০৩৯১২-২৪৫৫৫৫/২৩৭১৪ এবং টোল-ফ্রি নম্বর - ১-৮০০-৩৪৫-২৭১৪। 

 

Read more!
Advertisement
Advertisement